আরও পড়ুন: পাঁকের বদলে এভাবেও ফোটে পদ্ম! গৃহবধূর কাণ্ড দেখুন
একটা সময় ছিল যখন ভোট প্রচারের একমাত্র মাধ্যম হিসেবে পরিচিত ছিল দেওয়াল লিখন। তবে সময়ের নিয়মে বহুল প্রচলিত এই প্রচার মাধ্যম বর্তমানে আর খুব একটা চোখে পড়ে না। আধুনিকতার যুগে এই মাধ্যমের বিকল্প হিসেবে বাজার ছেয়েছে ব্যানার, পোস্টার, ফ্লেক্সে। তবে আজও বহু শিল্পীরা এই শিল্পকে আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সারা বছর এই শিল্পীদের খুব একটা কাজ থাকে না। তবে এই শিল্পীরা ভোট আসার অপেক্ষায় থাকেন। যাতে কিছুটা মুনাফার মুখ দেখতে পারেন। কিন্তু এবার লোকসভা নির্বাচনের আগে তাঁদের চাহিদা প্রায় নেই বললেই চলে।
advertisement
দেওয়াল লিখন শিল্পী বিশু মণ্ডল জানান, দীর্ঘ ১২ থেকে ১৩ বছর আগে থেকে দেওয়াল লিখন শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন। তখন ভোটের সময় নাওয়া-খাওয়ার সময় পাওয়া যেত না। কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। এবারের লোকসভা নির্বাচনের আগে আগাম বুকিং প্রায় নেই বললেই চলে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আরেক দেওয়াল লিখন শিল্পী প্রদীপ সরকার জানান, দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে এই কাজের সঙ্গে যুক্ত। এই কাজ করেই সংসার প্রতিপালন করেনৃ তবে বর্তমানে এই কাজের যা অবস্থা তাতে সংসার চালাতে রীতিমত কালঘাম ছুটে যায়। এই পরিস্থিতিতে আগামী দিনে কীভাবে তাঁরা ঘুরে দাঁড়াবেন সেটাই ভাবছেন এই শিল্পীরা।
সার্থক পণ্ডিত