পুলিশ সূত্রের খবর অনুযায়ী, খোলাচাঁদ ফাঁপরি এলাকায় স্থানীয়রা প্রথমে ওই তিনটি গোলাকার বোমার মত জিনিস দেখেন। সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়। তড়িঘড়ি ভক্তিনগর থানার পুলিশ সিআইডি বম্ব স্কোয়াডের সহায়তায় ওই বোমাগুলি সেখান থেকে উদ্ধার করে। তারপর, ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারীর নেতৃত্বে সিআইডি ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্সের তৎপরতায় সেই বোমগুলি তরবারি এলাকায় মহানন্দা নদীর পাড়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।
advertisement
আরও পড়ুন: মতুয়া মেলার আগে ফাইবারের মূর্তির চাহিদা তুঙ্গে
আইসি অমিত অধিকারী জানান, এই বোমাগুলি আসলে সুতো দিয়ে বাঁধানো বোমা। চলতি ভাষায় এগুলিকে পেটো বলে। কে বা কারা এর পেছনে জড়িত সেটা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। তবে লোকসভা ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে এলাকার নিরাপত্তা।
অনির্বাণ রায়