TRENDING:

Lok Sabha Election 2024: ছুটে এল বম্ব স্কোয়াড, ভোটের শিলিগুড়িতে তুমুল শোরগোল

Last Updated:

Lok Sabha Election 2024: খোলাচাঁদ ফাঁপরি এলাকায় স্থানীয়রা প্রথমে ওই তিনটি গোলাকার বোমার মত জিনিস দেখেন। সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিয়রে ভোট। তুঙ্গে উঠেছে প্রচার। উত্তরবঙ্গ সফরে নির্বাচনী প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জি। আর ঠিক তখনই শিলিগুড়ি শহরে উদ্ধার হল তিনটি তাজা বোমা। জানা গিয়েছে, শিলিগুড়ির লাগোয়া খোলাচাঁদ ফাঁপরি এলাকা থেকে উদ্ধার হয়েছে তিনটি তাজা বোমা। নির্বাচনের আগে শহরে এমন বোমা উদ্ধার হওয়ায় চিন্তার মুখে পুলিশ-প্রশাসন।
বোম নিষ্ক্রিয় করার মুহূর্তে
বোম নিষ্ক্রিয় করার মুহূর্তে
advertisement

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, খোলাচাঁদ ফাঁপরি এলাকায় স্থানীয়রা প্রথমে ওই তিনটি গোলাকার বোমার মত জিনিস দেখেন। সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়। তড়িঘড়ি ভক্তিনগর থানার পুলিশ সিআইডি বম্ব স্কোয়াডের সহায়তায় ওই বোমাগুলি সেখান থেকে উদ্ধার করে। তারপর, ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারীর নেতৃত্বে সিআইডি ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্সের তৎপরতায় সেই বোমগুলি তরবারি এলাকায় মহানন্দা নদীর পাড়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

advertisement

আর‌ও পড়ুন: মতুয়া মেলার আগে ফাইবারের মূর্তির চাহিদা তুঙ্গে

আইসি অমিত অধিকারী জানান, এই বোমাগুলি আসলে সুতো দিয়ে বাঁধানো বোমা। চলতি ভাষায় এগুলিকে পেটো বলে। কে বা কারা এর পেছনে জড়িত সেটা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। তবে লোকসভা ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে এলাকার নিরাপত্তা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: ছুটে এল বম্ব স্কোয়াড, ভোটের শিলিগুড়িতে তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল