আরও পড়ুন: ভোট নিয়ে প্রত্যন্ত গ্রামের কৃষকরা কী বলছেন?
১৯ এপ্রিল বাংলার তিন লোকসভা আসনে ভোট হবে- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এর জন্য মোট ২৬৩ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। যারমধ্যে শুধু কোচবিহারেই ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোতায়েন থাকবে যথাক্রমে ৭৫ ও ৬৩ কোম্পানি আধাসেনা। বাকি ১৩ কোম্পানিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হবে।।
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১৭৭ কোম্পানি আধাসেনা। সোমবারের মধ্যে আরও ১০০ কোম্পানি বাহিনী চলে আসবে। মোট এই ২৭৭ কোম্পানির মধ্যে প্রথম দফায় মোতায়েন করা হচ্ছে ২৬৩ কোম্পানি আধাসেনা। এরমধ্যে অর্ধেকের কিছু কম মোট ১১২ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে কোচবিহার কেন্দ্রে। রাজ্যে পৌঁছে যাওয়া কেন্দ্রীয় বাহিনীর একটা অংশ ইতিমধ্যেই উত্তরবঙ্গে এসে পৌঁছেছে। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে রুটমার্চও শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সার্থক পণ্ডিত






