ফালাকাটা পুরসভার ৬নম্বর ওয়ার্ডের বাগানবাড়ির মুজনাই নদীর পারে ধানখেত থেকে একটি কচ্ছপ দেখতে পান এলাকাবাসীরা, এরপর এলাকাবাসীরা বনদফতরে খবর দেয় এবং তাদের প্রচেষ্টায় জলদাপাড়া বনবিভাগে বন কর্মীরা হাতে তুলে দেওয়া হয় কচ্ছপটিকে। সে জলজ্যান্ত কচ্ছপটি ওখানে পড়ে থাকলে এলাকাবাসীর ধারনা ছিল কচ্ছপটি বিপদে পড়তে পারতো, কচ্ছপটি লম্বায় ছিল প্রায় ২ফুট। একটি কুকুর সেটির পেছনে ঘুরছিল। বিপদ ঘটতে পারে যখন তখন ঘটে যেতে পারত, এই আঁচ করে এলাকাবাসীরা উদ্ধার করে কচ্ছপটি। এরপর একটি বালতিতে জল দিয়ে সেটিকে রেখে দেওয়া হয় যাতে কচ্ছপটির কোন অসুবিধা না হয়।
advertisement
আরও পড়ুনঃ একাগ্রতা বাড়াতে স্কুলে নাটকের মহড়া, এবার পড়াশুনার পাশাপাশি চলবে নাট্যচর্চাও
বন্যপ্রাণকে রক্ষা করা প্রত্যেকটি সাধারণ মানুষের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করায় বন বিভাগের তরফে এলাকাবাসীদের কুর্নিশ জানানো হয়েছে একটি বন্যপ্রাণ রক্ষা করার জন্য। এভাবেই এলাকায় কোনও বন্যপ্রাণী দেখলে খবর দিতে বলা হয়েছে বন দফতরে।
অনন্যা দে