আরও পড়ুন: বর্ষা আসতেই বাড়ছে উপদ্রব! ডেঙ্গি রুখতে বিশেষ নজর কালচিনি ব্লকজুড়ে
নদীর ওপর অস্থায়ী বাঁসের সাঁকো দিয়ে এই সমস্ত গ্রামের মানুষরা বালুরঘাটের সঙ্গে নিত্যদিনের স্কুল, কলেজ, বাজার, অফিস সবকিছুর যোগাযোগ রক্ষা করেন। বর্ষার সময় অবশ্য নৌকার ব্যবস্থা করেন স্থানীয় মানুষরা। তবে, হঠাৎ করেই নদীর জল বেড়ে যাওয়ায় এক রাতেই ভেঁসে চলে গেছে সেতু। ফলে বেশি টাকার বিনিময়ে নৌকায় পারাপার হতে হচ্ছে সকল গ্রামবাসীকে।
advertisement
আরও পড়ুন: চিকিৎসার জন্য ডেকে বধূর শ্লীলতাহানির চেষ্টা, জলপাইগুড়িতে হাতেনাতে ধরা পড়ল কবিরাজ
স্থায়ী সেতুর দাবি অনেক দিনের। কিন্তু তা পূরণ হয়নি। প্রতিবারই বর্ষার সময় এই সমস্যায় পড়েন এলাকার সাধারণ মানুষ। স্থায়ী কোন নৌকার ঘাট না থাকায় বর্ষার সময় প্রাণ হাতে নিয়ে যাতায়াত করেন বাসিন্দারা। তবে, প্রতি বছর এই সমস্যা হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বাসিন্দারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। হঠাৎ জল বেড়ে যাওয়ায় এমনকি বাঁশের সাঁকো ভেসে যাওয়ায়, এখন ভরা নদীতে ঝুঁকিপূর্ণ ভাবে নৌকায় পারাপার হতে হচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত পাকা সেতুর দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।





