আরও পড়ুন: দু-ফোঁটা নয়, শিশুর মুখে গোটা বোতলের পোলিও টিকা ঢেলে দিল স্বাস্থ্যকর্মী!
আমাদের আশেপাশে অনেক দুঃস্থ-অসহায় মানুষ আছেন যাঁদের কাছে পুরনো পোষাকও মূল্যবান। কারণ তাঁদের নতুন পোষাক কেনার মত সামর্থ নেই। তাঁদের সহায় হতে এগিয়ে এসেছে একদল যুবক। তৈরি করেছেন মানবতার দেওয়াল। এই মানবিকতার দেওয়ালে অপ্রয়োজনীয় কাপড় পোষাক রাখতে পারবেন যে কেউ। আবার যাদের পোষাকের দরকার আছে তাঁরা এখান থেকে প্রয়োজন মত পোষাক নিতে পারবেন। উদ্যোক্তা অর্জিত পাল বলেন, অপ্রয়োজনীয় পোশাক এখানে যে কেউ রেখে যেতে পারবেন। অসহায় দুঃস্থরা এখান থেকে পোশাক বিনামূল্যে নিতে পারবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মালদহের ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় রাস্তার পাশেই একটি বাড়ির দেওয়ালে গড়ে উঠেছে এই ‘মানবতার দেওয়াল’। সেখানে কিছু কাপড় রাখার ব্যবস্থা করা হয়েছে। এই দেওয়ালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
হরষিত সিংহ