আরও পড়ুন: বাঘ নয়, এবার বাঘরোল বাঁচাতে জোর তৎপরতা সুন্দরবনে
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনে রয়েছে সিসিইউ ওয়ার্ড। দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিকাঠামো ও ভবনের বেশ কিছু জায়গা নষ্ট হয়ে গিয়েছিল। মালদহ মেডিকেল কলেজের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, সংস্কার করা হয়েছে সিসিইউ ওয়ার্ড। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে এবার সিসিইউ ওয়ার্ডে। পাশাপাশি নতুন করে দুটি শয্যা যোগ করা হয়েছে এই ওয়ার্ডে।
advertisement
মালদহ মেডিকেল কতৃপক্ষ সিসিইউ ওয়ার্ড সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। এতদিন সিসিইউ ওয়ার্ড চলছিল এইচডিইউ ওয়ার্ডে। এখানে মোট ১৮ টি বেড রয়েছে। একসঙ্গে এতগুলো বেডের পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল চিকিৎসক, নার্সদের। পুরনো সিসিইউ ওয়ার্ড সংস্কার করে ফের চালু করা হল। প্রত্যেকটি শয্যা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত। মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, পুরনো ওয়ার্ডে কিছু সংস্কার করা হয়েছে। সংস্কারের পর নতুনভাবে চালু করা হল। এখান রোগীরা আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিন এক ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ওয়ার্ডের চালু করেন মেডিকেল কলেজের কর্তারা। উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি প্রসেনজিৎ বর সহ অন্যান্য চিকিৎসক-নার্সরা।
হরষিত সিংহ