Bengali News: বাঘ নয়, এবার বাঘরোল বাঁচাতে জোর তৎপরতা সুন্দরবনে

Last Updated:

বন-জঙ্গল কমে আসায় বাঘরোল, খটাসের মতে প্রাণীরা এখন লুপ্তপ্রায়। রাজ্য প্রাণী বাঘরোল বাঁচাতে তাই বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে

+
বাঘরোল

বাঘরোল

দক্ষিণ ২৪ পরগনা: বাঘ ও মানুষের মধ্যে সংঘাত বন্ধ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে একটি সংস্থা দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। জঙ্গলকেন্দ্রিক মানুষদের পাশে দাঁড়িয়ে এখনও একইভাবে কাজ করছেন তাঁরা। এবার তাঁরা বাঘরোল বা মেছো বিড়াল সংরক্ষণের বিষয়েও বিশেষ উদ্যোগ নিলেন।
বাঘরোল বাঁচানোর এই উদ্যোগের বিষয়ে ইতিমধ্যেই সুন্দরবনের গ্রামে গ্রামে প্রচার চালানো হচ্ছে। শুধু গ্রাম নয়, শহর বা আধা শহর এলাকার মানুষ, স্কুল সহ বিভিন্ন জায়গতেও এই বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। যে এলাকায় এই ধরনের প্রাণীদের অবস্থান রয়েছে বা যেখানে এদের সঙ্গে মানুষের সংঘাত ঘটছে সেখানেও বন দফতরের পাশাপাশি এই সংগঠনের কর্মীরাও মানুষকে সচেতন করার কাজ করছেন। বাঘ, হাতি, গন্ডারের সংরক্ষণ সর্বত্রই হচ্ছে। কিন্তু বাঘরোল বা মেছো বিড়াল কিম্বা খটাশ যাই বলি না কেন এদের সংরক্ষণ নিয়ে সেভাবে উদ্যোগ দেখা যাচ্ছে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বন-জঙ্গল কমে আসায় বাঘরোল, খটাসের মতে প্রাণীরা এখন লুপ্তপ্রায়। রাজ্য প্রাণী বাঘরোল বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিতে শুরু হয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি না হওয়ায় অনেকেই এদেরকে হত্যা করছে। ফলে বাস্তুতন্ত্রে এর মারাত্মক প্রভাব পড়ছে। সেই কারণে এই বন্য জন্তুদেরও সংরক্ষণ করতে হবে। এই সংস্থাটি ইতিমধ্যেই পিছিয়ে পড়া সুন্দরবনের শিশুদের জন্য একাধিক প্রকল্প শুরু চলেছে। বাঘরোল, মেছো বিড়াল সহ বাঘের উপর সচেতনতামূলক কাজ করে চলেছেন তাঁরা। পাশাপাশি সুন্দরবনের মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। ডিজিটাল ক্লাস রুম, কম্পিউটার শিক্ষা সহ হাতে-কলমে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: বাঘ নয়, এবার বাঘরোল বাঁচাতে জোর তৎপরতা সুন্দরবনে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement