Bengali News: রাঁধুনি পাগল, কেরল সুন্দরী এগুলো কী বলুন তো? এই মেলায় এলে তবেই পাবেন উত্তর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
রায়গঞ্জের ফোরাম ফর ইন্ডিজেনাস এগ্রিকালচার মুভমেন্ট বা ফিয়াম-এর উদ্যোগে এই মেলায় আছে ৫০ রকমের ধানের বীজ
উত্তর দিনাজপুর: জৈবচাষে উৎপাদিত বীজ ও ফসল নিয়ে রায়গঞ্জে শুরু হল বীজ উৎসবমেলা। রাঁধুনি পাগল, দুধেরসর, নোনাশাল, ট্যাংরাশাল, কেরল সুন্দরী সহ ৫০ রকমের ধানের বীজ দেখতে পাবেন এই মেলায়। মেলায় ধানের বিভিন্ন বীজ প্রদর্শনীর পাশাপাশি জৈব উপায়ে চাষ করা সব্জি, শস্য প্রদর্শিত হচ্ছে।
আরও পড়ুন: হিমঘরের ভাড়া বাড়িয়েছে রাজ্য, পেটে কিল মারার জোগাড় আলু চাষিদের
রায়গঞ্জের ফোরাম ফর ইন্ডিজেনাস এগ্রিকালচার মুভমেন্ট বা ফিয়াম-এর উদ্যোগে এই মেলায় আছে ৫০ রকমের ধানের বীজ। এই উৎসবে দেশীয় বীজের গুরুত্ব, স্থানীয় জাতের উপকারিতা এবং কৃষি জৈব বৈচিত্র্যকে পুনর্জীবিত করার জন্য এগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ফিয়ামের সদস্য চিন্ময় দাস বলেন, এই মেলার মাধ্যমে কৃষকরা জৈব চাষে উৎপাদিত বীজ, ফসল ও শস্য বিনিময় এবং বিপণন করতে পারবেন। যার ফলে খুব সহজে রাজ্য সহ সারা দেশে ছড়িয়ে পড়বে জৈব চাষে উৎপাদিত বিভিন্ন ফসলের বীজ। কৃষকদের আরও বেশি সচেতন এবং জৈব চাষে আগ্রহ বৃদ্ধি করতে গ্রামে এই মেলার অয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গে প্রথম এই ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। রায়গঞ্জের এক কৃষক ভৈরব সাইনি বলেন, আমি ১০ রকম ফসল যেমন ধান, গম, সর্ষে, ভুট্টা, মিলেট মেলায় নিয়ে এসেছি। সঙ্গে ডাল শস্যের ৫০০ রকমের বীজও এনেছি।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 3:29 PM IST