TRENDING:

Bengali News: স্মার্টফোন না থাকলে এক্স-রে হবে না! সরকারি হাসপাতালে আজব 'বিধান'

Last Updated:

জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন এই সুপার স্পেশালিটি হাসপাতালটি। সেখানকার এক্স-রে পরিষেবা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রোগীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: স্মার্টফোন থাকলে তবেই হাসপাতালে পাওয়া যাবে এক্সরে পরিষেবা! ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলাতে পারলে তবেই পাওয়া যাবে চিকিৎসা পরিষেবা, নাহলে এক্সরে না করেই বাড়ি ফিরতে হবে রোগীদের। এমনই তুঘলকি নিয়ম চালু হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আর যার জেলে বিপাকে পড়ছেন বহু গরিব ঘরের রোগীরা।
advertisement

আরও পড়ুন: স্বামীর ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে হয়েছেন সফল কুল চাষি, অবসরে গিটার’ও বাজান কঙ্কনা!

জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন এই সুপার স্পেশালিটি হাসপাতালটি। সেখানকার এক্স-রে পরিষেবা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রোগীরা। তাঁদের দাবি, স্মার্টফোন না থাকলে এক্স-রে প্লেট দেওয়া হচ্ছে না। ফলে দূর দূরান্ত থেকে এসে চরম হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। এই অসুবিধার কথা স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকা অর্থপেডিক সার্জেন ডাক্তার দেবব্রত সোম।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, সাতসকালে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার দেখাতে হয়। তারপর এক্স-রে এর জন্য যেতে হচ্ছে প্রায় ৩ কিলোমিটার দূরে জলপাইগুড়ি সদর হাসপাতালে। এখানেই ভোগান্তির শেষ নয়। সুপার স্পেশালিটিতেও এক্স-রে করার সুযোগ রয়েছে, তবে সেটি স্মার্টফোন থাকলে তবেই করা সম্ভব। রোগীদের অভিযোগ প্রসঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এক্স-রে বিভাগ থেকে জানানো হয়েছে, স্মার্টফোন থাকলে তবে এখানে এক্স-রে এর প্লেটের ছবি পাওয়া যাবে। ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা থেকে আগত রোগী আমিরুল হকের অভিযোগ, ডাক্তার দেখানোর পর এক্স-রে করতে বলেন। কিন্তু স্মার্টফোন না থাকায় তা করা সম্ভব হয়নি। প্রযুক্তির দোহাই দিয়ে রোগীদের আর কতদিন এমন হয়রানির শিকার হতে হবে সেই প্রশ্ন উঠছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: স্মার্টফোন না থাকলে এক্স-রে হবে না! সরকারি হাসপাতালে আজব 'বিধান'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল