Bengali News: স্বামীর ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে হয়েছেন সফল কুল চাষি, অবসরে গিটার'ও বাজান কঙ্কনা!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
বাড়ি লাগোয়া ২০ ডেসিমেল জায়গাতে কুল চাষ করেছেন কঙ্কনা। সংসার সামলে নিজেই সব কাজ করেন
পশ্চিম মেদিনীপুর: তিনি সাহসিনী, মেয়ে হয়েও পুরুষের দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে। সংসার, রান্না সামলেই করছেন কুল চাষ। এই রোজগারেই হচ্ছে এসব। পরিস্থিতি তাঁকে করে তুলেছে দশভূজা। অসুস্থ স্বামীকে নিয়ে এই ভাবেই প্রতিদিনের লড়াইয়ে জিতে চলেছেন নারায়ণগড়ের কঙ্কনা মাইতি।
স্বামী দীর্ঘ ছয়বছর ধরে অসুস্থ। তাঁর চিকিৎসার খরচের কথা ভাবতে গিয়েই কুল চাষ শুরু করেন এই গৃহবধূ। এখন সেই কুলের চাষ করেই সংসার চালাচ্ছেন তিনি। সফলভাবে কুলের চাষ করে ইতিমধ্যেই গ্রামে দৃষ্টান্ত গড়েছেন নারায়ণগড় ব্লকের বরদাই এলাকার কঙ্কনা মাইতি। তিনি ভারতসুন্দরী প্রজাতির কুল চাষ করে স্বনির্ভর হয়েছেন। সঙ্গে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তাঁর মত গ্রামের আরও অনেক মহিলাকে।
advertisement
advertisement
বাড়ি লাগোয়া কুড়ি ডেসিমেল জায়গাতে কুল চাষ করেছেন কঙ্কনা। সংসার সামলে নিজেই সব কাজ করেন। গতবছর বনগাঁ থেকে চারা এনেছিলেন। ১৩০ টি চারা লাগিয়েছেন। মোট খরচ হয়েছিল ২৫-৩০ হাজার টাকা। সেই বাগান থেকে বছরের শেষে ৩০-৩৫ কুইন্টাল কুল পেয়েছেন এই গৃহবধূ। প্রতি কেজি ৫০-৬০ টাকা পাইকারি দরে বিক্রি করেন। এই বছরও ইতিমধ্যেই কুল বিক্রি শুরু হয়েছে। ক্রেতারা বাড়ি থেকেই কুল কিনে নিয়ে যান। তাঁকে কোথাও বিক্রির জন্য যেতে হয় না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কঙ্কনা মাইতির স্বামী দীপঙ্কর গত ছয় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা চলছে মুম্বইতে। অনেক খরচ। সেই খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এক ছেলে, এক মেয়ে আছে। স্বামীর চিকিৎসা, ছেলেমেয়েদের পড়াশোনা, সংসার খরচ সামলাতে গিয়েই বাড়ির সাধারণ গৃহবধূ থেকে সফল কুল চাষি হয়ে উঠেছেন কঙ্কনা। তবে এখানেই তিনি থেমে নেই ব্যবসার পরিধি বাড়াতে চান। আর তাই পাশের আরও একটি জায়গায় নতুন করে ৫০ টি কুলগাছের চারা লাগিয়েছেন। যা থেকে আগামী দিনে আরও বেশি ফলন পাবেন। সংসার সামলে চলে শিল্প চর্চাও। গিটার বাজানোয় বেশ পারদর্শী তিনি। বিভিন্ন জায়গায় অনুষ্ঠানও করেন। এই ‘দশভূজা’র লড়াই, জীবন কাহিনী আপনাকে অনুপ্রাণিত করতে বাধ্য।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: স্বামীর ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে হয়েছেন সফল কুল চাষি, অবসরে গিটার'ও বাজান কঙ্কনা!