আরও পড়ুন: শিবরাত্রির পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে ভক্তরা! জয়ন্তী পাহাড়ের বড় মহাকাল ধামে উপচে পড়া ভিড়
‘মৃত’ রাস্তার ‘শ্মশানযাত্রী’দের দাবি, বার বার বলা হলেও প্রশাসনের ভ্রুক্ষেপ নেই। তাই ‘চোখের জলে’ রাস্তার অন্ত্যেষ্টিতে যোগ দিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম থেকে দুধকুড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার একেবারেই বেহাল দশা।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই গ্রামটিকে দত্তক নেওয়ার পর রাস্তা তৈরি করবার জন্য ৫০ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে দিয়েছিলেন। কিন্তু সেই টাকায় এখনও পর্যন্ত কাজ হয়নি। প্রায় ২০ বছর আগে এই রাস্তা তৈরি হয়েছিল। তারপর থেকে একবারও সারাই হয়নি বলে গ্রামবাসীদের দাবি। বর্তমানে এই বেহাল রাস্তা দিয়ে আর চলাচল করা সম্ভব হচ্ছে না। তাই তাঁরা বাধ্য হয়ে এমন অভিনব উপায়ে প্রতিবাদ করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই আন্দোলন প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা বলেন, সমস্ত অভিযোগ মিথ্যে। আমরা ওই টাকায় টেন্ডার করেছি। দ্রুত কাজ শুরু হয়ে যাবে।
চকরাম, রামপ্রসাদ, চকশ্যাম সুকাহার, নয়াপাড়া সহ ১২ থেকে ১৩ টি গ্রামের সাধারণ মানুষের চলাচলের এই একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ যাতায়াত করেন। সারা বছরই সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের। মূলত বর্ষাকাল এলে এই সমস্যা দ্বিগুণ হয়ে দাঁড়ায়। মুমূর্ষ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গেলে ভয়ঙ্কর সমস্যায় পড়তে হয়। তারপরেও কাজ না হওয়ায় এইভাবে প্রতিবাদ করেন গ্রামের মানুষ।
সুস্মিতা গোস্বামী