দামেও সস্তা এবার লিচু। কারণ মালদহের বাগানগুলিতে এবার ব্যাপক ফলন হয়েছে এই ফলের। মালদহের লিচু ইতিমধ্যে পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা-সহ ভিন রাজ্যে। মালদহের বাজারে মাত্র ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। তবে গুটি প্রজাতির লিচুর দাম কিছুটা কম হয়েছে। কারণ ইতিমধ্যে পাকতে শুরু করেছে বোম্বাই প্রজাতির লিচু। জামাইষষ্ঠীর আগেই বাজারে অনেকটাই সস্তায় মিলছে লিচু। আগামী কয়েকদিনে বাজারে আরও বেশি পরিমাণে বিক্রি শুরু হবে বোম্বাই প্রজাতির লিচু। মালদহ জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, ‘‘লিচুর ফলন ভাল হয়েছে আর রেকর্ড ফলনের সম্ভাবনা। বাজারে এখন থেকে কিছু কম দামে বিক্রি হচ্ছে, মালদহের লিচু ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে ব্যবসায়ীদের মাধ্যমে।’’
advertisement
আরও পড়ুন : ফলহারিণী অমাবস্যায় এই ৩ ফল দেবীকে নিবেদন করুন, পূর্ণ হবে মনস্কামনা! পাবেন সুখসমৃদ্ধি ও অর্থ
এই বছর লিচুর ফলন বেশি হয়েছে। তাই অনেকটাই সস্তায় মিলছে এবার লিচু। মালদহের কালিয়াচকের তিনটি ব্লকে সব থেকে বেশি লিচুর চাষ হয়। এছাড়াও ইংরেজবাজার, মানিকচক ও রতুয়া ব্লকে লিচুর চাষ হয়ে থাকে। চলতি মরশুম প্রথম থেকেই লিচু চাষের পক্ষে অনুকূল। এই বছর মালদহে লিচুর রেকর্ড ফলন হয়েছে। এই বছর মালদহ জেলায় ১৪ হাজার মেট্রিক টন লিচুর ফলন হয়েছে। এখন বাগানগুলিতে লিচু পাকতে শুরু করেছে। বিক্রিও শুরু হয়েছে বাজারে। প্রথম দিকে দাম বেশি থাকলেও বর্তমানে ধীরে ধীরে দাম কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনে মালদহের বাজারে আরও কম দামে লিচু বিক্রি হতে পারে।