আরও পড়ুনঃ বাড়ি ফাঁকা পেয়ে দেদার সুখটান দিয়ে যা কাণ্ড ঘটাল চোরেরা! শুনলে চোখ কপালে উঠবে…
এই প্রসঙ্গে চা বাগানের এক বাসিন্দা অমল নায়ক ফোনে জানান, প্রায় দেড় মাস ধরে এই চা বাগানে আতঙ্ক সৃষ্টি করেছিল লেপার্ডটি। মাস খানেক আগে বাগানের করলা লাইনে ঝন্টু ওরাওকে আক্রমণ করেছিল। এছাড়া চা বাগানের শ্রমিক লাইনের গৃহপালিত পশুও ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আজ সকালে বন বিভাগের খাঁচায় আটক হয়েছে লেপার্ডটি। তবে এই এলাকায় আরও লেপার্ড রয়েছে বলে জানান তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে সাতসকালে লেপার্ড আটকের খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি শ্রমিক মহলে। খাঁচাবন্দি লেপার্ড দেখতে ভিড় জমায় এলাকার লোকজন। বৈকুণ্ঠপুর বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, আটক লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। খাঁচায় লেপার্ড বন্দি হওয়ায় অনেকটাই স্বস্তি পেলেন চা শ্রমিকরা।