TRENDING:

Jalpaiguri News:  আতঙ্কের অবসান! গয়েরকাটার বন দফতরের খাঁচায় ধরা পড়ল ওটা কী?

Last Updated:

কখনও ছোট্ট শিশুকে তুলে নিয়ে যাচ্ছে, কখনও শ্রমিকের ওপর অতর্কিত আক্রমণ, কখনও আবার গ্রামের গৃহপালিত প্রাণীর ওপর হামলা...! অতিষ্ঠ গ্রামবাসী ঘাতককে ধরতে ফাঁদ পাততেই চক্ষু চড়কগাছ! গয়েরকাটা চা বাগানে আবারও খাঁচাবন্দি লেপার্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: কখনও ছোট্ট শিশুকে তুলে নিয়ে যাচ্ছে, আবার কখনও শ্রমিকের ওপর অতর্কিতে আক্রমণ, কখনও আবার গ্রামের গৃহপালিত প্রাণীর ওপর হামলা…! অতিষ্ঠ গ্রামবাসী ঘাতককে ধরতে ফাঁদ পাততেই চক্ষু চড়কগাছ! গয়েরকাটা চা বাগানে আবারও খাঁচাবন্দি হল লেপার্ড। একের পর এক এমন মর্মান্তিক ঘটনার পর বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল ঘাতক লেপার্ড। রবিবার ভোরে গয়েরকাটা চা বাগান এলাকায় স্থানীয়দের নজরে আসে লেপার্ডের চলাফেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনকর্মীরা। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিশেষভাবে পাতা খাঁচায় ধরা হয় চিতাটিকে।
চা বাগান থেকে লেপার্ড উদ্ধার
চা বাগান থেকে লেপার্ড উদ্ধার
advertisement

আরও পড়ুন: চা বাগানে কাজ নেই, রোজগার নেই! ডুয়ার্স থেকে বাড়ছে পরিযায়ী শ্রমিক

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধরা পড়া চিতাটিকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে গরুমারা জাতীয় উদ্যানে নিরাপদ পরিবেশে তাকে ছেড়ে দেওয়া হয়।প্রসঙ্গত, গত মাসের ২০ তারিখ গয়েরকাটা চা বাগানে হানা দিয়েছিল একটি লেপার্ড।

advertisement

আরও পড়ুন: কোথাও মেঘলা আকাশ আবার কোথাও ভারী বৃষ্টি! সপ্তাহ শেষে কেমন থাকবে উত্তরের আবহাওয়া? বড় আপডেট

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

সেই ঘটনায় তিনজন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ভর্তি করতে হয় বীরপাড়া হাসপাতালে। তারপর থেকেই আতঙ্কে ছিলেন এলাকাবাসী। ঘাতককে ধরতে বন দফতরও শুরু করে টহলদারি ও নজরদারি। পাতা হয় বিশেষ খাঁচা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ধরা পড়ল চিতাটি। বনকর্মীদের এই সাফল্যে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় মানুষজন। বাগানের এক বাসিন্দা বলেন, “দিন-রাত আতঙ্কে কাটছিল। এখন অন্তত একটু নিশ্চিন্তে হাঁফ ছেড়ে বাঁচতে পারব।” জঙ্গলে মানুষের অনুপ্রবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ায় বারবার জনবসতিতে ঢুকে পড়ছে বন্যপ্রাণীরা। এই ঘটনা ফের সেই চিত্রকেই সামনে আনল। বন দফতর জানিয়েছে, এলাকার নজরদারি জারি থাকবে!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News:  আতঙ্কের অবসান! গয়েরকাটার বন দফতরের খাঁচায় ধরা পড়ল ওটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল