আরও পড়ুন: চা বাগানে কাজ নেই, রোজগার নেই! ডুয়ার্স থেকে বাড়ছে পরিযায়ী শ্রমিক
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধরা পড়া চিতাটিকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে গরুমারা জাতীয় উদ্যানে নিরাপদ পরিবেশে তাকে ছেড়ে দেওয়া হয়।প্রসঙ্গত, গত মাসের ২০ তারিখ গয়েরকাটা চা বাগানে হানা দিয়েছিল একটি লেপার্ড।
advertisement
আরও পড়ুন: কোথাও মেঘলা আকাশ আবার কোথাও ভারী বৃষ্টি! সপ্তাহ শেষে কেমন থাকবে উত্তরের আবহাওয়া? বড় আপডেট
সেই ঘটনায় তিনজন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ভর্তি করতে হয় বীরপাড়া হাসপাতালে। তারপর থেকেই আতঙ্কে ছিলেন এলাকাবাসী। ঘাতককে ধরতে বন দফতরও শুরু করে টহলদারি ও নজরদারি। পাতা হয় বিশেষ খাঁচা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ধরা পড়ল চিতাটি। বনকর্মীদের এই সাফল্যে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় মানুষজন। বাগানের এক বাসিন্দা বলেন, “দিন-রাত আতঙ্কে কাটছিল। এখন অন্তত একটু নিশ্চিন্তে হাঁফ ছেড়ে বাঁচতে পারব।” জঙ্গলে মানুষের অনুপ্রবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ায় বারবার জনবসতিতে ঢুকে পড়ছে বন্যপ্রাণীরা। এই ঘটনা ফের সেই চিত্রকেই সামনে আনল। বন দফতর জানিয়েছে, এলাকার নজরদারি জারি থাকবে!






