এরপরেই ক্ষোভ ছড়িয়ে পড়েছিল ডায়না জঙ্গল সংলগ্ন দক্ষিন খয়েরবাড়ি এলাকায়। বন বিভাগের পক্ষ থেকে জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘাতক চিতা বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করতে বসানো হয় ট্র্যাপ ক্যামেরার পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পাতা হয় বাঘ ধরার খাঁচা। সোমবার ভোরের আলো ফুটতেই চিতা বাঘের হুংকার শুনে বন বিভাগের পাতা খাঁচার সামনে ভিড় জমায় গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআরের নতুন অধিনায়ক রিঙ্কু সিং! ৫ কারণে মহাচমক দেবে নাইটরা! জানুন বিস্তারিত
অপরদিকে এই প্রসঙ্গে গরুমারা বন্য প্রাণ বিভাগের ডি এফ ও দ্বীজপ্রতিম সেন জানিয়েছেন,”দক্ষিণ খয়েরবাড়ি গ্রামের ঘটনার পরই জঙ্গল সহ আশপাশে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। সোমবার সকালে যে চিতা বাঘটি খাঁচা বন্দি হয়েছে তার সঙ্গে ট্র্যাপ ক্যামেরায় ওঠা চিতা বাঘের ছবি মিলে যাচ্ছে যে কারণে ঘাতক চিতা বাঘটিকে আটক করা সম্ভব হয়েছে বলে একপ্রকার নিশ্চিত আমরা।”
সুরজিৎ দে