KKR News: কেকেআরের নতুন অধিনায়ক রিঙ্কু সিং! ৫ কারণে মহাচমক দেবে নাইটরা! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders New Captain: আইপিএল ২০২৫ নতুন অধিনায়কের অধীনে খেলতে দেখা যেতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। তালিকায় দলেরই এক চমকে দেওয়া নাম।
advertisement
ফলে আগামীতে কেকেআরের নতুন অধিনায়ক কে হতে পারে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। দলের অন্দরেই থেকেই কোনও প্লেয়ারকে নেতৃত্ব দেওয়া হবে নাকি নিলামে অধিনায়ক হিসেবে কাওকে নেওয়া হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। ভবিষ্যতের কথা ভেবে রিঙ্কু সিংকে অধিনায়ক করা হবে কিনা তা নিয়েও রয়েছে গুঞ্জন। The Cricket Lounge-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে কোন কোন কারমে রিঙ্কু হতে পারেন 'নাইট সেনাপতি'।
advertisement
advertisement
প্লেয়ার ডেভেলপমেন্ট এবং টিম স্পিরিট: দ্বিতীয়ত, রিঙ্কুর প্রভাব তার ব্যাটিংয়ের বাইরেও বিস্তৃত। টিম স্পিরিট বাড়ানোর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারা, প্রয়োজনের সময় পামর্শ দেওয়া থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটেও দায়িত্বের সঙ্গে ধারাবাহিকতার সঙ্গে রান করে চলেছেন রিঙ্কু।
advertisement
advertisement
ধারাবাহিকতা এবং কর্মক্ষমতা: রিঙ্কু সিংয়ের পরিসংখ্যান তার ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতার কথা বলে। কেকেআরের হয়ে ৪৬ ম্যাচে ১৪৩.৩৩ স্ট্রাইক রেটে ৮৯৩ রান করেছেন রিঙ্কু সিং। তিনি একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে তার যোগ্যতা প্রমাণ করেছেন। ইনিংস ধরার পাশাপাশি বিধ্বংসী ব্যাটিংয়েও সিদ্ধহস্তক রিঙ্কু। বহুমুখি ক্ষমতা একজন অধিনায়কের জন্য অপরিহার্য।
advertisement
ফ্যান বেস এবং ব্র্যান্ড ভ্যালু: তাছাড়া ফ্যানেদের মধ্যে রিঙ্কু সিংয়ের জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। তার পারফরম্যান্স সৌজন্যে বিশাল ফ্যান বেস তৈরি হয়েছে। যা কেকেআরের ব্র্যান্ড ভ্যালুকে বাড়িয়েছে। দলের অধিনায়কত্ব তার প্রোফাইলকে আরও উন্নত করতে পারে, সম্ভাব্যভাবে আরও ভক্ত এবং স্পনসরদের আকর্ষণ করতে পার। বাড়তে পারে ফ্র্যাঞ্চাইজির বিপণনযোগ্যতা।