বিগত কয়েকদিন বেশ কয়েকটি লেপার্ড খাঁচাবন্দি করেছে বন দফতর। এদিন ডুয়ার্সের জঙ্গল ঘেরা এলাকা থেকে আবারও লেপার্ড ধরা পড়ল খাঁচায়। বৃহস্পতিবার সকালে নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানে ছাগলকে টোপ করে পাতানো খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক লেপার্ড। চা বাগানের শ্রমিকদের মধ্যে ছড়ায় চাঞ্চল্য। জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে ওই বাগানের তিন নম্বর সেকশনে লেপার্ডের গতিবিধি চোখে পড়ছিল। চা গাছের ছায়ায় ঘাপটি মেরে বসে থাকা ওই বাঘটি একদিন এক শ্রমিকের উপর ঝাঁপিয়েও পড়ে। গুরুতর আহত হন তিনি। তারপর থেকেই চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
advertisement
শ্রমিকদের অভিযোগ ও বন দফতরের রিপোর্টের ভিত্তিতে এক মাস আগে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ওই এলাকায় খাঁচা পেতেছিলেন, ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে। অবশেষে সেই ফাঁদে ধরা দিল ডুয়ার্সের ‘অতিথি’। এদিন সকালে যখন শ্রমিকেরা কাজে যান, তখনই খাঁচায় বন্দি লেপার্ডটিকে দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। কিছুক্ষণের মধ্যেই খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনদফতরের প্রাথমিক অনুমান, চিতাবাঘটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল। তাকে পর্যবেক্ষণের জন্য আপাতত বন্যপ্রাণী স্বাস্থ্য কেন্দ্রে রাখা হবে। পরে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলেও জানা গেছে। লেপার্ড ধরার খবর ছড়াতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জিতি চা বাগানের শ্রমিকরা। আপাতত রক্ষা পেলেও তাঁদের আশঙ্কা, জঙ্গলের ধার ঘেঁষা এইসব বাগানে এমন বিপদ আবারও ফিরে আসতে পারে। তবু আপাতত বাগানজুড়ে একরাশ স্বস্তি আর বনকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। চা আর চিতাবাঘ—এই দুয়ের সহাবস্থানই যেন ডুয়ার্সের চেনা চিত্র। চুপচাপ পাহারা দেয় জঙ্গল, মানুষও লড়াই চালিয়ে যায়—প্রতিদিন।
সুরজিৎ দে






