জানা গিয়েছে, এই চা বাগানের পাশে খুদিরডাঙ্গা গ্রামে চিতাবাঘের ব্যাপক আতঙ্ক ছিল। এক সপ্তাহে ৫ টি ছাগলকে এই গ্রাম থেকে তুলে নিয়ে খেয়ে ফেলেছে চিতাবাঘ, এমনচাই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনকি চা বাগানে কাজ করতে গেলে শ্রমিকদের দিকেও তেড়ে আসত চিতাবাঘটি, জানিয়েছেন শ্রমিকরা। তারপরেই তৎপর হয় বন দফতর।
advertisement
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ জলঢাকা আলতাডাঙ্গা চাবাগানের শিমুলবাড়ি সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখা হয়। রাত ৯টা নাগাদ সেই ছাগল খেতে এসে খাচায় বন্দি হয়ে যায় চিতাবাঘটি। রাত সাড়ে এগারোটা নাগাদ বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিতা বাঘটি উদ্ধার হওয়ায় আতঙ্ক মুক্ত হয়েছে এলাকা।
আরও পড়ুন : সপ্তমীতে আলাদা আবেগ! চা-বলয়ে কেন ছুটির দাবি তুললেন গোর্খারা? রয়েছে চমকপ্রদ এক উৎসব
উল্লেখ্য, সম্প্রতি চা বাগান এলাকায় চিতাবাঘের আতঙ্ক বেড়েছিল। লোকালয় থেকে বাঘে মানুষ টেনে নিয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। যা কারণে খুব স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছিলেন বাগান শ্রমিক থেকে শুরু করে স্থানীয় এলাকায় বসবাসকারী মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা চিন্তামুক্ত হতে পেরেছেন মানুষ।