সাতসকালে চা বাগান সংলগ্ন জনবসতি এলাকা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকায়। কীভাবে ঘটল এই ঘটনা তা পূর্ণ রুপে জানা যায়নি।
আরও পড়ুন: এশিয়ান হাইওয়েতে মুখোমুখি দুটি বাইক! আশঙ্কাজনক অবস্থা এক আরোহীর
জানা যায়, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার একটি ফাঁকা জায়গায় ওই চিতাবাঘের দেহ দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। তৎক্ষণাত্ খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে।
advertisement
সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘের পেটে ও মাথাতেও আঘাতের চিহ্ন ছিল। কেউ বা কারা মেরেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে এ বিষয়ে বলেন, চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রসঙ্গত, পশ্চিম বাতাবাড়ি এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ি চা বাগান। স্থানীয়দের অনুমান, ওই চা বাগানেই ছিল চিতাবাঘটি। এর আগেও এক রাতে এলাকায় চিতাবাঘ এসে ছাগল, মুরগি তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।
সুরজিৎ দে






