চিতা বাঘের আক্রমণে আহত হলেন ভিন্ন ভিন্ন চা বাগানে চা বাগানের শ্রমিকরা। এতেই বোঝা যাচ্ছে ক্রমশই বাড়ছে ডুয়ার্সের চিতাবাঘ সংখ্যা, বলে দাবি স্থানীয়দের। ক্রমশই চা বাগান এলাকাগুলিতে বাড়ছে চিতা বাঘের আক্রমণ আর তাতেই একদিকে চিন্তায় পড়ছে চা বাগানের এলাকার বাসিন্দারা।
advertisement
চা পাতা তুলতে গিয়ে চিতাবাঘের আক্রমণে আহত হলেন দুজন শ্রমিক। জলপাইগুড়ির ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকা গুলিতে চিতাবাঘের আক্রমণে সতর্ক থাকেন মানুষ। কিন্তু দুর্ভোগ কপালে থাকলে কী হবে! চা বাগানে পাতা তোলার কাজ করতে গিয়ে বাঘের আক্রমণে দুটি পৃথক জায়গায় আহত হলেন ২ জন শ্রমিক।
আরও পড়ুন: নেশার টাকা চাই, ২০ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক কিশোরীর! চরম বিপদে সঙ্গীরা
ঘটনাটি ঘটেছে মিনগ্লাস চা বাগানে। সেখানে পাতা তোলার কাজ করতে গিয়ে বাঘের আক্রমণে আহত হতে হয় এক চা শ্রমিককে। অপর দিকে, রানিচিরা চা বাগানে পাতা তোলার কাজ করতে গিয়ে চিতা বাগের হামলায় আহত হন আরও একজন। তাদের দুজনকেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে, চিকিৎসা চলছে।