আরও পড়ুন- রাবড়ি সংস্কৃতি থেকে সতর্ক থাকুন: বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধনে কটাক্ষ মোদির!
পুলিশ সূত্রের খবর, মৃত ওই যুবতীর নাম শম্পা দাস। তাঁর বাড়ি দিনহাটা এলাকায়। স্থানীয় মানুষজন ও পরিবারের দাবি, দিনহাটা থেকে বাবা-মায়ের সঙ্গেই পিসতুতো দিদির বিয়েতে যোগ দিতে তুফানগঞ্জে এসেছিলেন শম্পা। তবে শুক্রবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। দিনভর খোঁজাখুঁজি করেও শম্পার কোনও খোঁজ না মেলায় দিনহাটার বাড়িতে ফিরে যান যুবতীর মা ও বাবা।
advertisement
আরও পড়ুন- মহাত্মা গান্ধির মূর্তি মাটিতে ফেলে ভাঙচুর! মূর্তির মাথা নিয়ে চম্পট দুষ্কৃতীদের!
শনিবার তুফানগঞ্জের বাড়ির পাশের ডোবায় শম্পার দেহ ভাসতে দেখে খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের উদ্দেশ্যে। পুকুর থেকে ওই যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে পরিবারের মধ্যেও। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
Prabir Kundu