TRENDING:

সামনেই পুজো, ব্যাপক চাহিদা শোলা শিল্পের! তবুও সুখের দেখা নেই শিল্পীদের, আসল কারণ কী জানুন

Last Updated:

সুখের দিন গিয়েছে শোলা শিল্পীদের। পুজো এলেই দেব দেবীর শোলার তৈরি অলংকার থেকে কদম ফুলের চাহিদা ব্যাপকহারে থাকলেও বাজারে মিলছে না। রীতিমতো কষ্টে দিন গুনছেন শোলা শিল্পী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: জলাশয় পরিষ্কার করে চাষ হচ্ছে মাছ। এর ফলে শোলা চাষের পর্যাপ্ত জলাভূমি হারিয়ে যাওয়ার ফলে সরাসরি প্রভাব পড়েছে শোলার কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা। পর্যাপ্ত পরিমাণে শোলা না পাওয়ার জন্য বাইরের জেলা থেকে শোলা নিয়ে আসতে খরচ পড়ে যাচ্ছে বেশি। পাশাপাশি জিনিসের দাম বাড়লেও শোলা শিল্পীদের হাতের কাজের দাম কিন্তু বাড়েনি বললেই চলে। বিগত কয়েক বছর আগে যেই শোলার বোঝা ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে পাওয়া যেত বর্তমানে তা ৪০০ থেকে ৪৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। সমস্যায় পড়েছে শোলা শিল্পীরা।
advertisement

আর মাত্র ক’টা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। রীতিমতো উৎসবের আমেজ এখন সর্বদায় লক্ষ্য করা যাচ্ছে। মণ্ডপ থেকে প্রতিমা শিল্পী সবাই এখন চরমতম ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। কিন্তু চোখে এক রাশ কষ্ট আর দুঃখ নিয়ে দিন কাটাচ্ছেন শোলা শিল্পীরা। পার্শ্ববর্তী জেলায় চাষ না হওয়ার শোলা মিলছে না বাজারে। ফলস্বরূপ অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন শিল্পীরা।

advertisement

আরও পড়ুন: মা দিচ্ছেন চাকরির পরীক্ষা, সন্তান খেলছে পুলিশের কোলে! SSC পরীক্ষা কেন্দ্রের বাইরে মন ভাল করা ছবি

View More

শোলা শিল্পীদের পক্ষ থেকে জানা যায়, বিগত বছরগুলিতে যেভাবে জেলার বিভিন্ন প্রান্তে শোলা চাষ হত, বর্তমানে বেশ কয়েক বছর যাবত এই চাষ মূলত জলাশয়ের অভাবে প্রায় বন্ধের মুখে পড়েছে। এর ফলে ভিন জেলা কিংবা ভিন রাজ্য থেকে এই সমস্ত শোলা আমদানি করে নিয়ে আসার জন্য খরচটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি বিগত পাঁচ বছর আগেও যে দামে বিক্রি হত আজও সেই দামেই বিক্রি করতে হচ্ছে। কিন্তু কাঁচামালের দাম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শিল্পীদের লাভের পরিমাণও কমে যাচ্ছে। দুর্মূল্যের বাজারে যেভাবে অন্যান্য পণ্যের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এতে তাদের বানানো জিনিসের দাম খুব একটা বাড়েনি বললেই চলে। পাশাপাশি মাঙ্গলিক অনুষ্ঠানে ক্ষেত্রেও শোলা শিল্পীদের কারুকার্য করা জিনিসের প্রাধান্য কমেছে। ফলে সুখের দিন গিয়েছে শোলা শিল্পীদের। পুজো এলেই দেব দেবীর শোলার তৈরি অলংকার থেকে কদম ফুলের চাহিদা ব্যাপকহারে থাকলেও বাজারে মিলছে না। রীতিমতো কষ্টে দিন গুনছেন শোলা শিল্পী।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সামনেই পুজো, ব্যাপক চাহিদা শোলা শিল্পের! তবুও সুখের দেখা নেই শিল্পীদের, আসল কারণ কী জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল