SSC Exam: মা দিচ্ছেন চাকরির পরীক্ষা, সন্তান খেলছে পুলিশের কোলে! SSC পরীক্ষা কেন্দ্রের বাইরে মন ভাল করা ছবি

Last Updated:

রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানবিক ছবি ধরা পড়তে দেখা যায়। সেই সকল মানবিক ছবির মধ্যেই অন্যতম হল হুগলির একটি মানবিক ছবি।

পুলিশ কর্মীর কোলে এসএসসি পরীক্ষার্থীর সন্তান
পুলিশ কর্মীর কোলে এসএসসি পরীক্ষার্থীর সন্তান
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ: শিক্ষক নিয়োগের এসএসসি পরীক্ষা নিয়ে রবিবার রাজ্য জুড়ে ছিল টানটান উত্তেজনা। পরীক্ষা কেমন হবে তা নিয়ে প্রথম থেকেই চিন্তার শেষ ছিল না পরীক্ষার্থীদের। তবে এসবের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানবিক ছবি ধরা পড়তে দেখা যায়। সেই সকল মানবিক ছবির মধ্যেই অন্যতম হল হুগলির একটি মানবিক ছবি।
হুগলিতে যে মানবিক ছবি ধরা পড়েছে তা এক পুলিশ কর্মীর। বলা যেতে পারে এসএসসি পরীক্ষার দিন রবিবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হুগলির চুঁচুড়াতেও পুলিশের মানবিক ছবি ধরা পড়ে, আবার এই মানবিক ছবি বহু মানুষের মনে গেঁথে গিয়েছে। এদিন এমন মানবিক ছবি ধরা পড়ে চুঁচুড়ার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে।
advertisement
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় নামে হুগলির ধনেখালি থেকে পরীক্ষা দিতে এসেছেন চুঁচুড়ায়। বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে প্রবেশ করার পর তার দেড় বছরের শিশুকে নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন দাদু। সেই সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের এক লেডি অফিসার জয়ন্তী অধিকারি দাঁ দাদুর কোল থেকে শিশুকে নিয়ে দীর্ঘক্ষণ আদর করতে থাকেন পরীক্ষা কেন্দ্রের সামনে। পুলিশের এই মানবিক দিকের প্রশংসা করেছেন পরিবারের লোকজন।
advertisement
দাদু শান্তনু বন্দ্যোপাধ্যায় জানান, “পুলিশ তার নিজের দায়িত্ব পালনের মধ্যে ও যেভাবে আমার কাছ থেকে শিশুকে নিয়ে অনকেক্ষণ ধরে সময় কাটালেন, আদর করলেন তা খুব ভাল।” অন্যদিকে এই ঘটনা মনে ধরেছে ওই পরীক্ষা কেন্দ্রে থাকা অন্যান্য অভিভাবকদেরও। তারাও ওই লেডি অফিসারের প্রশংসায় পঞ্চমুখ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Exam: মা দিচ্ছেন চাকরির পরীক্ষা, সন্তান খেলছে পুলিশের কোলে! SSC পরীক্ষা কেন্দ্রের বাইরে মন ভাল করা ছবি
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement