বিরাট প্ল্যান নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল 'ওঁরা'! ওঁত পেতে বসেছিল পুলিশও, তারপর যা ঘটল নদিয়ায়

Last Updated:

ফের একবার পুলিশি তৎপরতায় ডাকাতির মতো কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পেল নদীয়া। পুলিশি তৎপরতাতেই ডাকাতির বানচাল ভেস্তে যায়।

ডাকাতির ছক বানচাল করে চারজনকে গ্রেফতার করল পুলিশ
ডাকাতির ছক বানচাল করে চারজনকে গ্রেফতার করল পুলিশ
নদিয়া, সমীর রুদ্র: ফের একবার পুলিশি তৎপরতায় ডাকাতির মতো কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পেল নদীয়া। পুলিশি তৎপরতাতেই ডাকাতির বানচাল ভেস্তে যায়। শুধু ডাকাতির বানচাল ভেস্তে গিয়েছে এমন নয়, এর পাশাপাশি এই কর্মকাণ্ডের কান্ডারীদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। কোথায় ঘটল এমন ঘটনা? চলুন দেখে নেওয়া যাক।
মুর্শিদাবাদ ও নদিয়ার চার বাসিন্দাকে নদিয়া পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই চারজনের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে নদিয়ায় আসার অভিযোগ রয়েছে। তারা নিজেদের প্ল্যান মোতাবেক আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে অন্যান্য সারঞ্জাম নিয়ে হাজির হয়েছিল নদিয়ায়। তবে পুলিশ আগাম খবর পেয়েই তৎপরতার সঙ্গে তাদের ডাকাতির আগেই গ্রেফতার করতে সক্ষম হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ জানতে পারে পলাশিপাড়া থানার অন্তর্গত নদিয়া মুর্শিদাবাদ সীমান্তবর্তী রাধানগর বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে একদল দুষ্কৃতী। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশ দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও চার জন দুষ্কৃতী ধরা পড়ে যায়।
advertisement
ধৃতরা হলেন মুর্শিদাবাদের বাসিন্দা তন্ময় সিং এবং তেহট্টের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস, মোহন সরকার ও রাজ ঢালি। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ ডাকাতির কাজে ব্যবহার করা হয় এইরকম অস্ত্র এবং একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আজ, রবিবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিরাট প্ল্যান নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল 'ওঁরা'! ওঁত পেতে বসেছিল পুলিশও, তারপর যা ঘটল নদিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement