SSC Exam: দিনমজুর মায়ের কষ্ট লাঘব, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে SSC পরীক্ষায় সুমন

Last Updated:

সুমন বৈদ্য ছোটবেলা থেকেই চোখে দেখতে পান না, কানে যন্ত্র নিয়ে শুনতে হয়, এই সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে কালনার হিন্দু গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ, রবিবার এসএসসি পরীক্ষায় বসলেন।

এসএসসি পরীক্ষার্থী
এসএসসি পরীক্ষার্থী
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আর এসবের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন নিজেদের স্বচ্ছতা ও ভাবমূর্তি পুনঃস্থাপনের জন্য তৎপর। এসবের মধ্যেই রবিবার এসএসসির পরীক্ষা হয়ে গেল। এদিনের পরীক্ষা গোটা রাজ্যেই নির্বিঘ্নে শুরু হয় এবং শেষও হয়।
স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সফলতা অর্জন করে এখন অনেকেই রয়েছেন যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের মধ্যে আবার বেশ কয়েকজন রয়েছেন যারা প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে চাকরির পরীক্ষায় বসেছেন। সেইরকমই একজন হলেন সুমন বৈদ্য।
advertisement
advertisement
সুমন বৈদ্য ছোটবেলা থেকেই চোখে দেখতে পান না, কানে যন্ত্র নিয়ে শুনতে হয়, এই সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে কালনার হিন্দু গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ, রবিবার এসএসসি পরীক্ষায় বসল পূর্ব বর্ধমানের কালনার রামকৃষ্ণ পল্লীর সুমন বৈদ্য, পরীক্ষা ভাল দিয়েছেন বলেই জানা যাচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রশ্ন নেই। চাকরি পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী সুমন বৈদ্য।
advertisement
আশা করা যায় সরকার এবছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি নিয়োগ পদ্ধতি করবেন জানান সুমন বৈদ্য। তিনি বলেন, “পরীক্ষা স্বচ্ছভাবে হয়েছে ঠিকই, কিন্তু এর পর মূল্যায়ন ও নিয়োগের ক্ষেত্রে কতটা স্বচ্ছতা বজায় থাকবে—তা নিয়ে পরেরটা পরে ভাবা যাবে।” পাশাপাশি তিনি আরও জানান, অন্যান্য চাকরির পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে সুমনের মা বলেন, মাঠে ঘাটে দিনমজুরি করে তিনি ছেলেকে পড়াশোনা করান। তাঁর আশা, এ বছর যেন সঠিকভাবে শিক্ষক নির্বাচন হয়, যাতে সুমনের মতো পরিশ্রমী পরীক্ষার্থীর স্বপ্ন পূরণ হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Exam: দিনমজুর মায়ের কষ্ট লাঘব, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে SSC পরীক্ষায় সুমন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement