TRENDING:

Sikkim New Road: সিকিম-ডোকলাম নিয়ে আর চিনের ট্যাঁ-ফু নয়! এবার টুক করে বর্ডারে সেনা পৌঁছানোর বন্দোবস্ত করে ফেলল ভারত

Last Updated:

জলপাইগুড়ির মেটেলি ব্লকের খুনিয়া মোড় থেকে কুমানি পর্যন্ত প্রথম ধাপের ১২ কিলোমিটার দীর্ঘ বিশেষ সড়ক উদ্বোধন করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: এবার ভারত-চিন বর্ডারে যাতায়াত হবে আরও সহজ! জলপাইগুড়ির জঙ্গল চিরে চিন সীমান্তের পথে তৈরি হচ্ছে ‘সুরক্ষা সড়ক’। সূত্রের খবর, এই সড়ক উদ্বোধন করতে পারেন পারেন প্রতিরক্ষা মন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ভারত চিন সীমান্ত সুরক্ষার বিষয়ে চিন সীমান্তে ভারতের সুরক্ষা বলয় জোরদার করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে দেশ।
advertisement

জলপাইগুড়ির মেটেলি ব্লকের খুনিয়া মোড় থেকে কুমানি পর্যন্ত প্রথম ধাপের ১২ কিলোমিটার দীর্ঘ বিশেষ সড়ক উদ্বোধন করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এমনটাই খবর সূত্র মারফৎ। আগামী ২২ এপ্রিল, ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা হবে। সড়ক নির্মাণের দায়িত্বে রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)। এই সড়ক একদিকে যেমন ভারতীয় সেনার লজিস্টিক সাপোর্ট পৌঁছাতে সহায়ক হবে, তেমনই স্থানীয় বাসিন্দাদের জন্যও এটি এক বড় স্বস্তির খবর। এখনও পর্যন্ত জঙ্গল পেরিয়ে চলাচল করতে হত, যা বিপদসংকুল ছিল বন্যপ্রাণীর জন্য। নতুন রাস্তা তৈরি হওয়ায় সেই ঝুঁকি অনেকটাই কমবে।

advertisement

আরও পড়ুন: পথ হারিয়ে লোকালয়ে ঢোকাই হল কাল! কুকুরের কামড়ে মৃত্য়ু হরিণের

স্থানীয় বাসিন্দা শিব এক্কা বলেন, “নতুন রাস্তা অনেক চওড়া। আগে জঙ্গলের মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে বন্যপ্রাণীর ভয়ে থাকতে হত, এখন সে সমস্যা থাকবে না।” এই পথের কৌশলগত গুরুত্ব অপরিসীম। সিকিমের নাথুলা হোক কিংবা অরুণাচলের ডোকলাম – দুই দিকেই সেনাবাহিনীর দ্রুত পৌঁছনো এখন সময়ের অপেক্ষা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেই লক্ষ্যেই খুনিয়া মোড়ে সাজো সাজো রব। তৈরি হচ্ছে মঞ্চ, তোরণ, চলছে আমন্ত্রিতদের স্বাগত জানানোর তোড়জোড়। এ বিষয়ে BRO-র কর্মী হরিশ গোয়ালা জানান, “প্রতিরক্ষা মন্ত্রী উদ্বোধন করবেন প্রথম ধাপের ১২ কিলোমিটার রাস্তাটির। কাজ চলছে জোর কদমে।” এই সড়ক শুধু কংক্রিটের নয়, বরং এটি ভারতের সীমান্ত সুরক্ষার পথে এক দৃঢ় পদক্ষেপ। এটি উত্তরবঙ্গের বিকাশেও খুলে দিতে পারে নতুন দিগন্ত!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহাসিক নিদর্শন, টেরাকোটার নিদর্শনে ভরপুর দাসপুরের প্রাচীন মন্দিরগুলি, দেখলেই মন ভরবে
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim New Road: সিকিম-ডোকলাম নিয়ে আর চিনের ট্যাঁ-ফু নয়! এবার টুক করে বর্ডারে সেনা পৌঁছানোর বন্দোবস্ত করে ফেলল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল