জলপাইগুড়ির মেটেলি ব্লকের খুনিয়া মোড় থেকে কুমানি পর্যন্ত প্রথম ধাপের ১২ কিলোমিটার দীর্ঘ বিশেষ সড়ক উদ্বোধন করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এমনটাই খবর সূত্র মারফৎ। আগামী ২২ এপ্রিল, ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা হবে। সড়ক নির্মাণের দায়িত্বে রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)। এই সড়ক একদিকে যেমন ভারতীয় সেনার লজিস্টিক সাপোর্ট পৌঁছাতে সহায়ক হবে, তেমনই স্থানীয় বাসিন্দাদের জন্যও এটি এক বড় স্বস্তির খবর। এখনও পর্যন্ত জঙ্গল পেরিয়ে চলাচল করতে হত, যা বিপদসংকুল ছিল বন্যপ্রাণীর জন্য। নতুন রাস্তা তৈরি হওয়ায় সেই ঝুঁকি অনেকটাই কমবে।
advertisement
আরও পড়ুন: পথ হারিয়ে লোকালয়ে ঢোকাই হল কাল! কুকুরের কামড়ে মৃত্য়ু হরিণের
স্থানীয় বাসিন্দা শিব এক্কা বলেন, “নতুন রাস্তা অনেক চওড়া। আগে জঙ্গলের মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে বন্যপ্রাণীর ভয়ে থাকতে হত, এখন সে সমস্যা থাকবে না।” এই পথের কৌশলগত গুরুত্ব অপরিসীম। সিকিমের নাথুলা হোক কিংবা অরুণাচলের ডোকলাম – দুই দিকেই সেনাবাহিনীর দ্রুত পৌঁছনো এখন সময়ের অপেক্ষা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই লক্ষ্যেই খুনিয়া মোড়ে সাজো সাজো রব। তৈরি হচ্ছে মঞ্চ, তোরণ, চলছে আমন্ত্রিতদের স্বাগত জানানোর তোড়জোড়। এ বিষয়ে BRO-র কর্মী হরিশ গোয়ালা জানান, “প্রতিরক্ষা মন্ত্রী উদ্বোধন করবেন প্রথম ধাপের ১২ কিলোমিটার রাস্তাটির। কাজ চলছে জোর কদমে।” এই সড়ক শুধু কংক্রিটের নয়, বরং এটি ভারতের সীমান্ত সুরক্ষার পথে এক দৃঢ় পদক্ষেপ। এটি উত্তরবঙ্গের বিকাশেও খুলে দিতে পারে নতুন দিগন্ত!
সুরজিৎ দে





