আরও পড়ুন: খুব সাবধান! সরকারি দফতরের বোর্ড লাগানো গাড়ি নিয়ে চলছে জালিয়াতি
দমকল কর্মীরা ওই শ্রমিকের দেহ যতক্ষণে উদ্ধার করেন ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন তিনি। সোমবার দুপুরে ফালাকাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী বিমল কুমার সাহার নির্মীয়মান বাড়িতে সেপটিক ট্যাঙ্কের রিং বসানোর কাজ করছিলেন ওই শ্রমিক। তাঁকে সাহায্য করছিলেন আরও দুজন। ২০ ফুট গর্তে নেমে কাজ করছিলেন বিনোদ। সেই সময় মাটি ধসে চাপা পড়ে যান। খবর দেওয়া হয় ফালাকাটা দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা থানার পুলিশ ও ফালাকাটা দমকল কেন্দ্রের কর্মীরা। তাঁরা এসে আর্থ মুভার দিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তিন ঘণ্টার প্রচেষ্টায় দুজন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হলেও তখনও ধসের তলায় চাপা পড়েছিলেন বিনোদ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পরবর্তীতে রাতে এনডিআরএফ জওয়ানরা এলাকায় আসেন। রাত ১২ টার সময় তাঁরা উদ্ধার বের করে আনেন বিনোদ বর্মন নামে ওই শ্রমিকের দেহ। ব্যবসায়ী বিমল কুমার সাহা বলেন, কী থেকে কী হল বুঝতে পারছি না। এক ঠিকাদারের মাধ্যমে কাজটি হচ্ছিল। এখন সকলে আমাকে দোষারোপ করছে।
অনন্যা দে