TRENDING:

Elephant Rescue: উত্তরবঙ্গে বিপর্যয়ের মাঝেই মন ভাল করা মুহূর্ত! ৪ ঘণ্টার টান টান লড়াই নতুন জীবন দিল হস্তিশাবককে, দেখুন ভিডিও

Last Updated:

টানা প্রবল বর্ষণে উত্তাল হয়েছে উত্তরবঙ্গের নদীগুলি। তীব্র স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, এমনকি বন্যপ্রাণীরাও রেহাই পাচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: টানা প্রবল বর্ষণে উত্তাল হয়েছে উত্তরবঙ্গের নদীগুলি। তীব্র স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, এমনকি বন্যপ্রাণীরাও রেহাই পাচ্ছে না। জলদাপাড়া, গরুমারা সহ একাধিক সংরক্ষিত বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। নদীতে ভেসে উঠছে গাছের লগ, ভেসে আসছে মৃত বন্যপ্রাণীর দেহ। বনসম্পদের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement

পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানান উত্তরবঙ্গের বনপাল ভাস্কর জে. ভি.। তাঁর কথায়, “জলদাপাড়া, গরুমারা ও সংলগ্ন বনাঞ্চলের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বন্যপ্রাণী নিরাপত্তার জন্য টহলদারি ও উদ্ধার অভিযান চলছে।”

আরও পড়ুন: লক্ষ্মী পুজোর আগেই উত্তরবঙ্গে প্রবল বিপর্যয়, কীভাবে হচ্ছে পুজো? জানুন জলপাইগুড়ির হালহকিকত

শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে যখন চারদিক বিপর্যস্ত, ঠিক তখনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটে নকশালবাড়ি ব্লকের মনিগ্রাম পঞ্চায়েতের ভারত-নেপাল সীমান্তের ঝাঁপুজত এলাকায়। রবিবার ভোরে নেপাল থেকে ভারতে ঢোকার সময় নদী পার হতে গিয়ে এক হাতির শাবক ভেসে যায় তীব্র স্রোতে। দলটি কলাবাড়ি-বন অঞ্চলে ঢুকছিল, কিন্তু শাবকটি মেচি নদীর প্রচণ্ড স্রোতে ভেসে ধানক্ষেতে আটকে পড়ে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণাকালীর আর্বিভাব দিবসে দোহালিয়া কালীবাড়িতে বিশেষ আয়োজন! উপচে পড়ছে ভক্তদের ভিড়
আরও দেখুন

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। খবর যায় কার্শিয়াং বন বিভাগের টুকরিয়া ঝাড় ও কলাবাড়ি রেঞ্জের বনকর্মীদের কাছে। চার ঘণ্টার কঠিন চেষ্টার পর বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করতে সক্ষম হন। পরে নিরাপদে হাতির দলে ফিরিয়ে দেওয়া হয় তাকে। প্রবল বৃষ্টিতে এখনও অনেক বন্যপ্রাণী আশ্রয় নিয়েছে কাছাকাছি গ্রাম, চা-বাগান ও কৃষিজমিতে। নদীর জলস্তর ক্রমশ বাড়ছে, ফলে নতুন করে বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন দফতর সূত্রে জানা গেছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Rescue: উত্তরবঙ্গে বিপর্যয়ের মাঝেই মন ভাল করা মুহূর্ত! ৪ ঘণ্টার টান টান লড়াই নতুন জীবন দিল হস্তিশাবককে, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল