শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে কুডো খেলাকে জনপ্রিয় করে তুলতে দিনরাত পরিশ্রম করে চলেছেন প্রশিক্ষক সহদেব বর্মন। শিলিগুড়ির ভক্তিনগর পাইপ লাইন এলাকায় প্রতিদিন নিয়ম করে কুডো প্রশিক্ষণ দেন তিনি। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ছেলেমেয়েরা তো বটেই, এমনকি অভিভাবকরাও ভীষণ খুশি।
আরও পড়ুন: বক্সিংয়ে সোনা এল আলিপুরদুয়ারে
বহু ছেলেমেয়ে এখন শিলিগুড়ি বা উত্তরবঙ্গ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে কুডো খেলায় পদক জিতে আসছে। কুডো ইন্টারন্যাশনাল ফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা উত্তর-পূর্ব ভারতের ডিরেক্টর সিহান সহদেব বর্মন জানিয়েছেন, আগামী ২৫ থেকে ৩১ মে হিমাচল প্রদেশের সোলান জেলার ভ্যালিতে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় কুডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ ২০২৪-২০২৫। এবার জাতীয় স্তরের কুডো প্রতিযোগিতায় শ্চিমবঙ্গ থেকে ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। যার মধ্যে উত্তরবঙ্গেরই ৬৫ জন প্রতিযোগী রয়েছে।
advertisement
অনির্বাণ রায়