Local Sports: বক্সিংয়ে সোনা এল আলিপুরদুয়ারে

Last Updated:

Local Sports: উত্তরবঙ্গভিত্তিক বক্সিং প্রতিযোগিতা আয়োজিত হয়। এই প্রতিযোগিতা এই বছর কালিম্পং জেলায় আয়োজিত হয়েছে। এটা ছিল এই প্রতিযোগিতার পঞ্চম বর্ষ

+
বিজয়ীরা

বিজয়ীরা

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ বক্সিং প্রতিযোগিতায় জয়জয়কার আলিপুরদুয়ার জেলার বক্সারদের। সোনার পদক এল আলিপুরদুয়ারে। ফলে খুশির হাওয়া জেলাজুড়ে।
উত্তরবঙ্গভিত্তিক বক্সিং প্রতিযোগিতা আয়োজিত হয়। এই প্রতিযোগিতা এই বছর কালিম্পং জেলায় আয়োজিত হয়েছে। এটা ছিল এই প্রতিযোগিতার পঞ্চম বর্ষ। আলিপুরদুয়ার জেলা থেকে পাঁচ বক্সার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের প্রত্যেকের ফলাফল ভাল হয়েছে। পাশাপাশি একজন সোনার পদক পেয়েছেন।
advertisement
advertisement
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রকি মল্লিক বলেন, জেলা থেকে পাঁচ প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সকলেই পদক জিতেছেন।তাদের এরূপ ফলাফলে আমরা সকলেই খুশি। হেড কোচ হিসেবে এই সাফল্যে গর্বিত আমি। কারণ আমাদের জেলায় বক্সিং শেখানো হয় সীমিত পরিসরে।
জানা গিয়েছে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন আলিপুরদুয়ার জেলার পাঁচ প্রতিযোগী। এর মধ্যে ৫০ কেজিতে স্বর্ণ পদক পেয়েছেন সাগর রায়, রৌপ্য পদক পেয়েছেন অনির্বাণ রায়, সৌগত কুন্ডু, সত্যজিৎ রায় ও ব্রোঞ্জ পদক পেয়েছে নারায়ণ দাস।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Local Sports: বক্সিংয়ে সোনা এল আলিপুরদুয়ারে
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement