TRENDING:

Viral Boba Drink: কে-পপ থেকে কে-ড্রামার রমরমা, এবার কোরিয়ান ড্রিঙ্ক! কোরিয়ান বিশেষ পানীয় এবার জেলায়, চুমুক দিতে লম্বা লাইন

Last Updated:

বিভিন্ন শেকের সঙ্গে বোবার দাম রয়েছে ৯৯ টাকা থেকে শুরু। আর মকটেলের সঙ্গে বোবার দাম শুরু ৭০ টাকা থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইতিমধ্যেই গরম পড়তে শুরু করেছে। গরমের তাপ অনুভব করা যাচ্ছে রোদ ওঠার পর থেকেই। দুপুরের পর থেকে বাড়ির বাইরে বেরোলেই ঠান্ডা পানীয়ের দিকে মন টানছে সকলের। তবে এবারে জেলায় এক নতুন ধরনের পানীয় মন টানছে বহু মানুষের।
advertisement

বিশেষ এই পানীয়ের নাম বোবা ড্রিংক। অনেকেই ভাববেন এটা আবার কোন পানীয়। বলে রাখা ভাল এটি একটি জনপ্রিয় কোরিয়ান পানীয়। জেলায় আগে কোনও রেস্তোরাঁয় এই পানীয় পাওয়া যেত না। বর্তমানে এই ঠান্ডা পানীয়ের দোকানে এই পানীয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: গুরুপত্নীর সঙ্গে লুকিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! ঝুলিতে একাধিক হিট গান, চিনতে পারছেন বিখ‍্যাত গায়ককে?

advertisement

দোকানের কর্নধার ইকরাম হক জানান, “এই পানীয় তিনি নিয়ে এসেছেন মানুষকে বিশেষ স্বাদ দিতে। অসাধারণ সুস্বাদু এই পানীয় কোরিয়ান এক বিশেষ পানীয়। বেশ কয়েকটি স্বাদে তৈরি করা হচ্ছে এটি। এই পানীয়ের মূল বিষয়টি হল বোবা বল। এটি ম্যাংগো, স্ট্রবেরি এবং ব্লুবেরি স্বাদে পাওয়া যাচ্ছে। আর এই ছোট ছোট বল গুলি মুখের ভেতর গিয়ে মিশে যায়। ফলে বিভিন্ন পানীয়ের স্বাদের মধ্যে আলাদা স্বাদ মেশে। এতেই পানীয়টি আরও ভাল লাগে পান করতে। মকটেল থেকে বিভিন্ন ধরনের শেক সবেতেই মেশানো যায় এই বল গুলি।”

advertisement

View More

তিনি আরও জানান, “বিভিন্ন শেকের সঙ্গে বোবার দাম রয়েছে ৯৯ টাকা থেকে শুরু। আর মকটেলের সঙ্গে বোবার দাম শুরু ৭০ টাকা থেকে। ফলে রেস্তোরাঁ থেকে কম দামেই ক্রেতারা বোবা পানীয়ের স্বাদ নিতে পারবেন।”

আরও পড়ুন: ১২ বছর পর বুধ-বৃহস্পতির মহামিলন! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, গোল্ডেন টাইম আসছে, ব‍্যাঙ্কে টাকার বৃষ্টি, চাকরিতে প্রোমোশন

advertisement

দোকানের এক গ্রাহক ঝুম্পা রায় জানান, “তিনি তাঁর ছেলেকে নিয়ে এসেছেন এই বোবা পানীয়ের স্বাদ নিতে। বেশ আকর্ষণীয় এই পানীয় আগে পাওয়া যেত না কোচবিহারে। দামের দিক থেকেও অনেকটা কম রয়েছে। সব মিলিয়ে এই পানীয় বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে জেলায়। বহু মানুষ আসছেন এই পানীয়ের স্বাদ নিতে।”

গরমের মধ্যে রাস্তায় বেরোলেই মন চায় ঠান্ডা পানীয় দিয়ে গলা ভেজাতে। বোবা পানীয়ের টানে বিকেল থেকেই ভিড় করছেন বহু মানুষ। সন্ধ্যের পর আরও ভিড় জমছে দোকানে। বর্তমানে সাগরদীঘি চত্বরের এই ঠান্ডা পানীয়ের দোকান অনেকটাই ভাইরাল হয়েছে জেলার মধ্যে। বহু মানুষ দূর-দূরান্ত থেকেও আসছেন এই দোকানে বিশেষ পানীয়ের স্বাদ নিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Boba Drink: কে-পপ থেকে কে-ড্রামার রমরমা, এবার কোরিয়ান ড্রিঙ্ক! কোরিয়ান বিশেষ পানীয় এবার জেলায়, চুমুক দিতে লম্বা লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল