আরও পড়ুন: ৫ হাজার টাকা করে দেবে রাজ্য! সমুদ্রসাথী’র ঘোষণায় খুশি মৎস্যজীবীরা
মূলত বিশ্বকর্মা পুজোতেই ঘুড়ি ওড়ার চল আছে। তবে জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারা রীতি মেনে সরস্বতী পুজোতেও লাটাই নিয়ে নেমে পড়েন মাঠে। ঘুড়ির ঝাঁকে আকাশ রঙিন হয় পাড়ায় পাড়ায়। তবে ক্রমশই এই ঘুড়ি ওড়ানোর রীতি যেন হারিয়ে যাচ্ছে। পুনরায় ঘুড়ি ওড়ানোর স্মৃতি ফিরিয়ে আনতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ফলে বুধবার দুপুর থেকেই ভোকাট্টা ধ্বনিতে মুখরিত হতে চলেছে জলপাইগুড়ির জুবলি পার্ক।
advertisement
১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আকাশে ভাসবে লাল, নীল সহ বিভিন্ন রঙের, নানা ধরনের, রকমারি আকারের ঘুড়ি। আবার সেই কৈশোরের স্মৃতি উস্কে তিস্তা পাড়ের নীল আকাশ হয়ে উঠবে রং-বে-রঙের ঘুড়ির মুক্তাঞ্চল। শহরের ইতিহাসকে বর্তমানে প্রাসঙ্গিক করতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি উৎসব এবং প্রতিযোগিতার আয়োজন করল জলপাইগুড়ির এক সংস্থা। এখন সেই উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোরকদমে। তৈরি হচ্ছে নানা রঙের এবং আকারের ঘুড়ি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শুধু উৎসব আয়োজন করাই নয় ঘুড়ির ঐতিহ্যকেও ফিরিয়ে আনতে যথেষ্ট তৎপর এই সংস্থার সদস্যরা। মানুষের মুখ থেকে হারিয়ে যাওয়া চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, চৌরংগী, পেটকাটির পাশাপাশি উড়োজাহাজ, বাক্স ঘুড়িও থাকবে এই ঘুড়ি উৎসবে।
সুরজিৎ দে