TRENDING:

Malda News: খাদির বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ, কী হল দেখুন...

Last Updated:

মালদহ জেলা ছাড়াও অন্যান্য জেলার শিল্পীরা তাঁদের তৈরি সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন এই মেলায়। এবছর ১০২ টি স্টল রয়েছে খাদি মেলায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: শীতের শুরুতেই সুখবর জেলায়। সরকারি উদ্যোগে বসেছে বিশাল খাদি মেলা। দেশের বিভিন্ন প্রান্তের খাদি সহ বিভিন্ন কাপড় ব্যবসায়ীরা এখানে দোকান নিয়ে এসেছেন। কাশ্মীরের শীতের পোশাক এখানে খুব সস্তায় পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের খাদি ও কুটির শিল্পীরা এখানে বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
advertisement

আরও পড়ুন: জেলাজুড়ে প্রাথমিক স্কুলে নতুন সমস্যা, শিক্ষকদের পদোন্নতি হতেই তীব্র সঙ্কট

মালদহ শহরের বিবেকানন্দ ক্রীড়া ময়দানে মেলার আয়োজন করা হয়। এই মেলায় অংশ নেওয়া বিক্রেতা শাহিদ বলেন, কাশ্মীর থেকে বিভিন্ন শীতের পোশাক নিয়ে এসেছি। গত বছর ভাল বিক্রি হয়েছিল। অন্যান্য বাজারের থেকে এখানে কম দামে মিলবে শীতের পোশাক। শুক্রবার সন্ধেয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া, দফতরের যুগ্ম সচিব নিমাই চাঁদ হালদার সহ অন্যান্যরা। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খাদি মেলা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

মালদহ জেলা ছাড়াও অন্যান্য জেলার শিল্পীরা তাঁদের তৈরি সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন এই মেলায়। এবছর ১০২ টি স্টল রয়েছে খাদি মেলায়। জামা, কাপড়, হ্যান্ডলুম, বেতের তৈরি আসবাবপত্র, কাঠের আসবাবপত্র, মুখরাচক খাবারের স্টল সহ বিভিন্ন স্টলে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে। মানুষের মধ্যে খাদির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এই মেলার আয়োজন। জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, খাদি কাপড় ও হস্তশিল্পীদের তৈরি সামগ্রী বিক্রি হবে এই মেলায়। প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। রাজ্য সরকার উদ্যোগে এই মেলার আয়োজন। বর্তমান প্রজন্ম খাদির কাপড় প্রায় পরিত্যাগ করেছে। বিভিন্ন ফ্যান্সি পোশাক এখন মানুষ বেশি পরছে। তাই সবাইকে আবার নতুন করে খাদির পোশাকে আগ্রহী করে তুলতেই সরকারের উদ্যোগে এমন মেলার আয়োজন করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: খাদির বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ, কী হল দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল