South 24 Parganas News: জেলাজুড়ে প্রাথমিক স্কুলে নতুন সমস্যা, শিক্ষকদের পদোন্নতি হতেই তীব্র সঙ্কট
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
স্কুলগুলি থেকে শিক্ষকরা অন্য স্কুলের প্রধান শিক্ষক হিসেবে চলে যাচ্ছেন সেখানকার পড়ুয়া ও অভিভাবকগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাধ্য হয়ে ওই স্কুলগুলিতে পার্শ্ববর্তী স্কুল থেকে নতুন শিক্ষক আনতে বলা হয়েছে
দক্ষিণ ২৪ পরগনা: সম্প্রতি প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছেন জেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ফলে তাঁরা নিজের পুরোনো স্কুল ছেড়ে অন্য স্কুলে যোগ দেবেন। এই প্রক্রিয়া চলাকালীন এক নতুন সমস্যার নজরে এসেছে। দেখা গিয়েছে কোনও কোনও স্কুল থেকে একাধিক শিক্ষক চলে যাচ্ছেন অন্য স্কুলে। এর ফলে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের পঠন-পাঠন প্রায় বন্ধ হওয়ার যোগাড়।
যে স্কুলগুলি থেকে শিক্ষকরা অন্য স্কুলের প্রধান শিক্ষক হিসেবে চলে যাচ্ছেন সেখানকার পড়ুয়া ও অভিভাবকগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাধ্য হয়ে ওই স্কুলগুলিতে পার্শ্ববর্তী স্কুল থেকে নতুন শিক্ষক আনতে বলা হয়েছে। এতে সমস্যা সমাধানের বদলে তা যে আরও জটিল আকার ধারণ করবে তা সহজেই অনুমেয়। ফলে স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট প্রবল আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।
advertisement
advertisement
যদিও এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক জানিয়েছেন, এই তালিকা তৈরি হয়েছে সিনিয়ারিটির ভিত্তিতে। সেখানে দেখা গিয়েছে অনেক স্কুলের ক্ষেত্রে একাধিক শিক্ষক সুযোগ পেয়েছেন। জেলার ৪ থেকে ৫ টি স্কুলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই স্কুলের সিংহভাগ শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছেন। এই স্কুলগুলিতে পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক এনে পঠনপাঠনের কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই সমস্যার মধ্যে পড়া কৌতলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর মাঝি জানান, তাঁদের স্কুলে ৮ জন শিক্ষকের মধ্যে ৬ জনই বদলি হয়েছেন। এই খবর জানতে পেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি সামলানোর আপ্রাণ চেষ্টা চলছে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 25, 2023 6:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জেলাজুড়ে প্রাথমিক স্কুলে নতুন সমস্যা, শিক্ষকদের পদোন্নতি হতেই তীব্র সঙ্কট






