Birbhum News: শিশু শিক্ষা কেন্দ্র আছে, কিন্তু শিশুরাই নেই! ঝুলছে তালা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
শিশু শিক্ষা কেন্দ্রটি শুরু হয়েছিল ২০১৩ সালে। এরপর মোটামুটি দু'বছর চলে। তারপরপরই অজানা কারণে বন্ধ হয়ে যায়। এটিবন্ধ হয়ে যাওয়ার পর থেকেই স্থানীয় শিশুদের পড়াশোনায় সমস্যা হচ্ছে
বীরভূম: অবাক করা ঘটনা, শিশু শিক্ষা কেন্দ্র আছে কিন্তু শিশুরা নেই! তাদের পড়াশোনার বিন্দুমাত্র চিহ্ন নেই সেখানে। বর্তমানে শিশু শিক্ষা কেন্দ্রটি বন্ধ হয়ে রয়েছে, দরজায় গেটে তালা। এমনই বেহাল অবস্থা শান্তিনিকেতনের শুলডাঙা আদিবাসী পাড়ার শিশু শিক্ষা কেন্দ্রের।
এই শিশু শিক্ষা কেন্দ্রটি শুরু হয়েছিল ২০১৩ সালে। এরপর মোটামুটি দু’বছর চলে। তারপরপরই অজানা কারণে বন্ধ হয়ে যায়। এটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই স্থানীয় শিশুদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। অভিযোগ, দীর্ঘদিন বন্ধ থাকার পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই বিষয়ে স্থানীয় আদিবাসী পাড়ার বাসিন্দারা এই শিশু শিক্ষা কেন্দ্রটি পুনরায়চালু করার দাবি জানিয়েছেন। এটি চালু না হলে স্থানীয় আদিবাসী পরিবারের শিশুদের পড়াশোনার চরম ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জানাজানি হলে স্থানীয় বিডিও খোঁজখবর নিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। তবে কীভাবে এই শিশু শিক্ষাকেন্দ্রটি ছয়-সাত বছর ধরে বন্ধ পড়ে আছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 5:46 PM IST