২০১১ সালে কাজীমানের প্রতিষ্ঠিত ডুয়ার্স সংগ্রহশালাটির উদ্বোধন করেছিলেন তৎকালীন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ২০১৬ সালে প্রয়াণ হয় কাজীমান গোলের।বাবার স্বপ্ন পূরণের চেষ্টা চালাচ্ছিলেন তার ছেলে কৌশল গোলে। কালচিনি বাগান কর্তৃপক্ষের তরফে জমির এনওসি দেওয়া হয়। সেখানেই তৈরি হয়েছে ডুয়ার্স সংগ্রহশালা নতুন ভবন। এই ভবনের নতুন নামকরণ হয়েছে কাজীমান গোলে স্মৃতিভবন।
advertisement
আরও পড়ুন: হাতে মাত্র ৫ দিন! ফুটপাথ হবে দখলমুক্ত, না মানলে তছনছ করে দেবে প্রশাসন
কাজীমান গোলের ছেলে কৌশল গোলে জানান, “বাবা সবসময় চেষ্টা করতেন ডুয়ার্সের সংস্কৃতিকে দেশের কাছে তুলে ধরার। সেই চেষ্টা আমিও করছি। পুরুলিয়ায় যেমন ছৌ নৃত্য মুখোশ পরে হয়। তেমনই তামাঙ-দের বাকপা নৃত্য মুখোশ পরে হয়। এই নাচ বিলুপ্তপ্রায়, মুখোশ দেখা যায় না। সেই মুখোশ ও নাচের সরঞ্জাম প্রধান আকর্ষণ এই সংগ্রহশালার।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও ডুয়ার্সের বিভিন্ন জনজাতির গয়না, পুরনো বাদ্যযন্ত্র, রান্নার সরঞ্জাম সব রাখা রয়েছে। বক্সা ও চা বাগান সম্পর্কে বিশদে জানতে চাইলে আসতে হবে এই সংগ্রহশালায়। রয়েছে পুরোনো বই, পুঁথি।
Annanya Dey