TRENDING:

Kali Puja 2025: বোল্লা কালীর পর শান্তিপুরের বামা কালী! শহরের বুকে তৈরি হচ্ছে ৪০ ফুটের প্রতিমা, বিগ বাজেট পুজোর চোখধাঁধানো আয়োজন দেখুন

Last Updated:

Kali Puja 2025: বোল্লা কালীর পর শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালী। এবারের কালীপুজোতেও তাক লাগাতে তৈরি উত্তরের 'এই' ক্লাব। পুজোর বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ গত বছর বোল্লা কালী দেখে তাক লেগে গিয়েছিল শহরবাসীর। প্রতিমার আকার, শিল্পকলার নিপুণতা থেকে আলোকসজ্জা- সবকিছুতেই ছিল ব্যতিক্রমী ছোঁয়া। সেই সাফল্যের অনুপ্রেরণায় এই বছর আরও বৃহৎ আকারে প্রস্তুতি নিচ্ছে শিলিগুড়ির সুভাষপল্লির তরুণ অ্যাথলেটিক ক্লাব (TAC)। ৬২ তম বর্ষে তাঁরা নিয়ে আসছে শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালী, প্রতিমার উচ্চতা ৪০ ফুট!
advertisement

এবারের পুজোয় শান্তিপুরের রীতি ও সংস্কৃতির বিশেষ ছাপ থাকবে। ঠিক যেভাবে শান্তিপুরে বামা মায়ের পুজো অনুষ্ঠিত হয়, সেই ধারাই শিলিগুড়িতেও অনুসরণ করা হবে। পুজোর অন্যতম উদ্যোক্তা সায়ন্ত ভূমিক জানান, “গত বছর বোল্লা মায়ের প্রতিমা শহরবাসী যেভাবে ভালবেসেছেন, তা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। তাই এই বছর আমরা বামা মা-কে শিলিগুড়িতে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছি। আশা করছি, এবারও সকলের ভালোবাসা পাব।”

advertisement

আরও পড়ুনঃ চিতল হরিণ, নীল গাই, এশিয়ান ওপেন বিল… কী নেই! টুক করে ঘুরে আসুন ‘এই’ ফরেস্ট থেকে, হাতের নাগালেই দারুণ ট্যুরিস্ট স্পট

আগামী ১৮ অক্টোবর শিলিগুড়ি কুমারটুলি থেকে মশাল জ্বালিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ছয় ফুট উচ্চতার আরেকটি বামা কালী প্রতিমা মণ্ডপে নিয়ে আসা হবে, যা শান্তিপুরের আদলে নির্মিত। শোভাযাত্রার আলো, ঢাকের বাদ্য ও ভক্তির আবহে মুখরিত হয়ে উঠবে গোটা এলাকা।

advertisement

View More

মণ্ডপে থাকবে চোখধাঁধানো আলোকসজ্জা, সংগীত। ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে মা কালীর বিভিন্ন রূপ ও তাঁর আবির্ভাবের ইতিহাস। পাশাপাশি পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ থাকছে। দর্শনার্থীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে, যাতে সকলেই নির্বিঘ্নে দর্শন করতে পারেন।

এবারের পুজোর বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা। ১৯ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পুজোর মূল পর্ব শুরু হবে, যা ইতিমধ্যেই শিলিগুড়ির পুজোপ্রেমীদের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঙালি শিল্পীর কীর্তি, নাম জড়িয়ে ভারতের নতুন সংসদ ভবনের সঙ্গে! কী করেছেন তিনি? গর্ব হবে
আরও দেখুন

শিলিগুড়ির তরুণ অ্যাথলেটিক ক্লাবের এই পুজো শুধু এক বিশাল প্রতিমা নয়, বরং এক সাংস্কৃতিক সেতুবন্ধন, যা শান্তিপুরের ঐতিহ্যকে উত্তরবঙ্গের হৃদয়ে নিয়ে আসছে। শহরবাসীর প্রত্যাশা, ৪০ ফুটের বামা কালী প্রতিমা যেমন ভক্তির আবহে মণ্ডপ ভরিয়ে তুলবে, তেমনই গোটা শহরজুড়ে ঐক্য, আলো ও আনন্দের বার্তা ছড়িয়ে দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: বোল্লা কালীর পর শান্তিপুরের বামা কালী! শহরের বুকে তৈরি হচ্ছে ৪০ ফুটের প্রতিমা, বিগ বাজেট পুজোর চোখধাঁধানো আয়োজন দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল