Malda Tourism: চিতল হরিণ, নীল গাই, এশিয়ান ওপেন বিল... কী নেই! টুক করে ঘুরে আসুন 'এই' ফরেস্ট থেকে, হাতের নাগালেই দারুণ ট্যুরিস্ট স্পট
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda Tourism: শুধু শামুকখোল নয়, এই ফরেস্টে আসলে পর্যটকরা দেখতে পাবেন চিতল হরিণ, নীল গাই সহ মোট ১২৮ প্রজাতির দেশ-বিদেশের পাখি। এই মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকদের এখানে আসার অনুরোধ জানিয়েছেন বন দফতরের আধিকারিক।
মালদহ, জিএম মোমিনঃ শতাধিক বছর আগে বিদেশ থেকে এসে মালদহে উপনিবেশ গড়েছেন। ফি বছরই ৬ মাস এখানে থাকার পর ভিনরাজ্য সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাড়ি দেন। প্রতিবছর জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তাঁদের ঠিকানা মালদহের আদিনা ফরেস্ট। একশো-দু’শো নয় হাজার হাজার এশিয়ান ওপেন বিল তথা শামুকখোল পাখি সহ প্রায় ১২৮ প্রজাতির পাখির বসবাস এখানে।
প্রতিবছরই মূলত প্রজননের জন্য মালদহের আদিনা ফরেস্টে এসে থাকে শামুকখোল পাখি। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে গরম মনোরম পরিবেশের জন্য বছরের শেষের দিকে পাখিগুলি দক্ষিণ এশিয়ার দিকে পাড়ি দেয়। যদিও এই সময়ে শামুকখোল ছানাগুলি বড় হয়ে যায়। তাই তার আগে শামুকখোল পাখিদের পরিসংখ্যান জানতে পাখিশুমারি শুরু করল মালদহ জেলা বন দফতর। এদিন মালদহের আদিনা ফরেস্ট চত্বরে পাখিদের গণনার কাজ করেন আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা! রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন ঝন্টু, ৩২ বছরেই সব শেষ!
বন দফতরের আধিকারিক জানান, “আশা করা হচ্ছে আগের বছরের তুলনায় এই বছর কয়েক হাজার পাখি বাড়বে। আগের বছর প্রায় ১৪ হাজার পাখি দেখতে পাওয়া গিয়েছিল। এই বছর অনুমান করা হচ্ছে ১৬ হাজারের মতো পাখি থাকতে পারে। পর্যটকদের উদ্দেশে অনুরোধ এই সময়টা মনোরম দৃশ্য উপভোগ করতে আদিনা ফরেস্টে আসুন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু শামুকখোল নয়, এই আদিনা ফরেস্টে আসলে পর্যটকরা দেখতে পাবেন চিতল হরিণ, নীল গাই সহ মোট ১২৮ প্রজাতির দেশ-বিদেশের পাখি। বর্তমানে আদিনা ফরেস্টে কলোনি অর্থাৎ উপনিবেশ গড়ে থাকা হাজার হাজার শামুকখোল পাখিদের গণনা করছেন বন দফতর আধিকারিকরা। গণনা শেষে সঠিক মোট পরিসংখ্যান জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
October 13, 2025 1:57 PM IST