Road Accident: রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা! রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন ঝন্টু, ৩২ বছরেই সব শেষ!
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Road Accident: জানা গিয়েছে, ওই ব্যক্তি মহেশতলার বদ্ধির বাঁধ বজবজ ট্রাঙ্ক রোডে রাস্তা পারাপার করছিলেন। ঠিক সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
মহেশতলা, সুমন সাহাঃ মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম ঝন্টু নস্কর। জানা গিয়েছে, ওই ব্যক্তি মহেশতলার বদ্ধির বাঁধ বজবজ ট্রাঙ্ক রোডে রাস্তা পারাপার করছিলেন। ঠিক সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ঝন্টুবাবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। এরপর পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ঝন্টুবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বর্ধমানকাণ্ডের পর টনক নড়েছে রেলের! বড় আশ্বাস দিলেন ডিআরএম, যাত্রীদের জন্য বড় খবর
এই ঘটনার পর থেকে ঘাতক গাড়ি পলাতক। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি মহেশতলার পু্রাতন ডাকঘরের বাসিন্দা ঝন্টু নস্কর (৩২)। ইতিমধ্যেই ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে। সেই সঙ্গেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
এদিকে ঝন্টুবাবুর পরিবারের কাছে এই ঘটনার খবর পৌঁছতেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 13, 2025 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা! রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন ঝন্টু, ৩২ বছরেই সব শেষ!