Indian Railways: বর্ধমানকাণ্ডের পর টনক নড়েছে রেলের! বড় আশ্বাস দিলেন ডিআরএম, যাত্রীদের জন্য বড় খবর
- Published by:Sneha Paul
- local18
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Indian Railways: গতকাল বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার পর থেকেই রেলের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। অভিযোগ, বছরের পর বছর ধরে ওই একই সিঁড়িতে দুর্ঘটনা ঘটলেও রেল প্রশাসন কার্যত উদাসীন।
বর্ধমান, শরদিন্দু ঘোষঃ বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার পর নড়েচড়ে বসল রেল। রবিবার সন্ধ্যার ভয়াবহ পদপিষ্টের ঘটনার পর সোমবার সকাল থেকেই স্টেশনে কিছুটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি ও আরপিএফ কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। তবে রেলের দীর্ঘদিনের গাফিলতি নিয়েই এখন প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রীরা।
এদিন সকালে দেখা গেল, ঘন ঘন ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে। ফুট ওভারব্রিজে যাতে যাত্রীদের ভিড় না থাকে সেই ব্যাপারে আরপিএফ নজরদারি চালাচ্ছে। দুর্ঘটনা ঘটলেই রেলের তৎপরতা বাড়ে। তারপর ফের একই ছবি দেখা যায়, অভিযোগ নিত্যযাত্রীদের।
আরও পড়ুনঃ প্রতিবেশী দাদুর যৌন লালসার শিকার শিশুকন্যা! বাবা-মায়ের চোখ এড়িয়ে বাড়িতে নিয়ে গিয়ে…! কুলতলিতে শোরগোল
গতকাল সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটব্রিজে ওঠার সিঁড়িতে আচমকাই পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ির জেরে পড়ে গিয়ে আহত হন বহু যাত্রী। তাঁদের মধ্যে ৮ জন এখনও বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনার পর থেকেই রেলের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
advertisement
advertisement
অভিযোগ, বছরের পর বছর ধরে ওই একই সিঁড়িতে দুর্ঘটনা ঘটলেও রেল প্রশাসন কার্যত উদাসীন। প্রতিবার ঘটনার পর কয়েকদিন নিরাপত্তা ব্যবস্থা কড়া হয়, তারপর আবার আগের মতো ঢিলেঢালা হয়ে যায় সবকিছু।
নিত্যযাত্রীরা বলছেন, প্রায় প্রতিদিনই শেষ মুহূর্তে রেলের তরফে মাইকিং করা হয়। ফলে ফুটব্রিজে দাঁড়িয়ে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নীচে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটে। রেলের উচিত আগে থেকে ঘোষণা করা এবং যাত্রী চলাচলের দিকনির্দেশ ঠিক করা।
advertisement
স্থানীয় যাত্রী ও নিয়মিত ট্রেন যাত্রীদের দাবি, স্টেশনের ফুটব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং যাত্রী নিয়ন্ত্রণের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করা হোক। দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রেলের তরফে এবার স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। এই ঘটনার পর রেলের ভূমিকার কড়া সমালোচনা করেছেন সাংসদ কীর্তি আজাদ। ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণায় কোনও ত্রুটি ছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 13, 2025 12:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: বর্ধমানকাণ্ডের পর টনক নড়েছে রেলের! বড় আশ্বাস দিলেন ডিআরএম, যাত্রীদের জন্য বড় খবর

