TRENDING:

Kali Puja 2025 : চেন্নাইয়ের আদলে সোনায় মোড়ানো মণ্ডপ, সুরক্ষার জন্য থাকছে বাউন্সার! কালীপুজোয় বড় চমক এখানে

Last Updated:

Kali Puja 2025 : চেন্নাইয়ের লক্ষীনারায়ণ স্বর্ণমন্দিরের দেখা এবারে মিলবে আলিপুরদুয়ার শহরে। এবারে এই পুজোর থিম চেন্নাইয়ের লক্ষী নারায়ণ স্বর্ণ মন্দির। মন্ডপে রাখা হবে বাউন্সারদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: চেন্নাইয়ের লক্ষীনারায়ণ স্বর্ণমন্দিরের দেখা এবারে মিলবে আলিপুরদুয়ার শহরে। যা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে এলাকাবাসীদের মধ্যে। কালী পুজো মানেই এনএফরেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো। এবারে এই পুজোর থিম চেন্নাইয়ের লক্ষী নারায়ণ স্বর্ণ মন্দির।
advertisement

মন্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকে। মন্ডপটিতে স্বর্ণালী রং দেওয়ার জন্য থাকছে গোল্ডেন সিটের ব্যবহার। এছাড়াও বাঁশ, কাঠ দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ। এই মন্ডপ এবছরের অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু হতে চলেছে বলে দাবি আলিপুরদুয়ার শহরের এই কালীপুজো কমিটির।  এবছর আলিপুরদুয়ার এনএফরেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কালীপুজো উপলক্ষে এই মন্ডপ তৈরি করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন : দায়িত্ব নিয়েছিলেন জমিদার, কিন্তু কালীর পুজো হত ডাকাতদের নিয়মে! আজও প্রথা ভাঙার সাহস হয়নি

এই মন্ডপে রাখা হবে বাউন্সারদের। ভিড় সামলানোর জন্য এবছর এই উদ্যোগ নেওয়া হবে বলে পুজো কমিটির তরফে জানানো হয়েছে। জানা যায়, গত বছর অযোধ্যার রাম মন্দির তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল জংশন এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন পুজো কমিটি। এছাড়াও কালী পুজোর আগের দিন থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিভিয়ে দেওয়া হয় গোটা গ্রামের আলো! 'জয় মা কালী' ধ্বনিতে মশালের আলোয়...!
আরও দেখুন

আলিপুরদুয়ার ডিআরএমের মাঠে এই পুজো হয়। এবিষয়ে এন এফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাদশা রায় জানান, গত বছর পুজোয় যে পরিমাণ মানুষের ঢল নেমেছিল, তা দেখে আমাদের মনের জোর বেড়েছে। এবছরেও ভাল পুজো আমরা উপহার দেব আলিপুরদুয়ার সহ ডুয়ার্সবাসীকে। ভিড় সামলানোর জন্য বাউন্সারদের রাখা হবে। পুলিশ প্রশাসন আমাদের সহায়তা করে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2025 : চেন্নাইয়ের আদলে সোনায় মোড়ানো মণ্ডপ, সুরক্ষার জন্য থাকছে বাউন্সার! কালীপুজোয় বড় চমক এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল