মন্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকে। মন্ডপটিতে স্বর্ণালী রং দেওয়ার জন্য থাকছে গোল্ডেন সিটের ব্যবহার। এছাড়াও বাঁশ, কাঠ দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ। এই মন্ডপ এবছরের অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু হতে চলেছে বলে দাবি আলিপুরদুয়ার শহরের এই কালীপুজো কমিটির। এবছর আলিপুরদুয়ার এনএফরেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কালীপুজো উপলক্ষে এই মন্ডপ তৈরি করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন : দায়িত্ব নিয়েছিলেন জমিদার, কিন্তু কালীর পুজো হত ডাকাতদের নিয়মে! আজও প্রথা ভাঙার সাহস হয়নি
এই মন্ডপে রাখা হবে বাউন্সারদের। ভিড় সামলানোর জন্য এবছর এই উদ্যোগ নেওয়া হবে বলে পুজো কমিটির তরফে জানানো হয়েছে। জানা যায়, গত বছর অযোধ্যার রাম মন্দির তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল জংশন এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন পুজো কমিটি। এছাড়াও কালী পুজোর আগের দিন থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ার ডিআরএমের মাঠে এই পুজো হয়। এবিষয়ে এন এফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাদশা রায় জানান, গত বছর পুজোয় যে পরিমাণ মানুষের ঢল নেমেছিল, তা দেখে আমাদের মনের জোর বেড়েছে। এবছরেও ভাল পুজো আমরা উপহার দেব আলিপুরদুয়ার সহ ডুয়ার্সবাসীকে। ভিড় সামলানোর জন্য বাউন্সারদের রাখা হবে। পুলিশ প্রশাসন আমাদের সহায়তা করে।