TRENDING:

Kali Idol Emersion: কালী পূজার ২২ দিন পর হয় বিসর্জন, চাকা ছাড়াই গড়িয়ে যায় প্রতিমা! ৪২ ফুট উঁচু প্রতিমা দেখতে উপচে পড়া ভিড়

Last Updated:

Kali Idol Emersion: রীতি মেনে এই ভাবেই ৪২ ফুটের প্রতিমার বিসর্জন হয়ে আসছে, বিসর্জন দেখতে বহু ভক্তের সমাগম ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: কোন চাকা লাগানো নেই, তারপরেও দড়িতে টান দিতেই এগিয়ে চলেছে মা কালীর বিশাল মূর্তি। কয়েকশো ভক্ত দড়ি ধরে মা কালীর মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। অল্প দূর নয়, মন্দির থেকে প্রায় ছয়শো মিটার দূরে এই ভাবেই ৪২ ফুটের কালী মূর্তি নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিবছর।
advertisement

বিসর্জন দেখতে বহু দূর দূরান্তের মানুষ ভিড় করেন এখানে। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রতিমার বিসর্জন আকর্ষণীয়। বিসর্জন দেখতে ও দড়ি টানতে বহু ভক্তের সমাগম হয়।

মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রতিমা ৪২ ফুট উচ্চতার। মন্দিরেই তৈরি করা হয় প্রতিমা। তবে এই বিশাল প্রতিমা প্রতিবছর বিসর্জন দেওয়া হয়। তাই মজবুত করে তৈরি করা হয় প্রতিমার কাঠামো।

advertisement

আরও পড়ুন: শীতকালে মাথায় দলা দলা খুশকি দূর করার ওস্তাদ, সহজলভ্য এই পাতাটি চেনেন? খুবই পরিচিত

View More

পুজো কমিটির সভাপতি প্রশান্ত কুমার রায় বলেন, ‘আমাদের প্রতিমা এই ভাবেই বিসর্জন করা হয়। কোন চাকা লাগানো হয় না। কাঠামোর নিচে বাঁশ দেওয়া হয়। ভক্তরা কাঠামোতে দড়ি বেঁধে টান দেয়। এই ভাবেই প্রতিমা বিসর্জন হয়ে আসছে।’ পুজোর পর এবার ২১ দিন মন্দিরে ছিল প্রতিমা। পুজা উপলক্ষে এতদিন মেলা চলছিল। পুজোর ২২ দিনের বিসর্জন দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: এমনই নেশা যে পকেটে রাখেন, ফাঁস সানি দেওলের গোপন অভ্যেস, লজ্জায় লাল অভিনেতা! দেখুন

বিসর্জনের সময় প্রতিমার কাঠামোর দুই দিকে মোটা দড়ি বেঁধে টান দেওয়া হয়। রাস্তায় ফেলা হয় বাঁশ। কোন চাকার প্রয়োজন হয়না। বাঁশের উপর দিয়েই প্রতিমার কাঠামো এগিয়ে যায় সামনের দিকে। রাস্তার দুই পাশের বাড়ির থেকে প্রতিমা উঁচু। ওই অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। মন্দির থেকে প্রায় ছয়শো মিটার দূরে একটি জলাশয়ে বিসর্জয় দেওয়া হয় প্রতিমা। প্রতিবছরের মত এবারো কয়েক হাজার মানুষের ঢল নামে বিসর্জন দেখার।

advertisement

হরষিত সিংহ

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Idol Emersion: কালী পূজার ২২ দিন পর হয় বিসর্জন, চাকা ছাড়াই গড়িয়ে যায় প্রতিমা! ৪২ ফুট উঁচু প্রতিমা দেখতে উপচে পড়া ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল