Sunny Deol Fattish: এমনই নেশা যে পকেটে রাখেন, ফাঁস সানি দেওলের গোপন অভ্যেস, লজ্জায় লাল অভিনেতা! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sunny Deol Fattish: ভিডিও দেখিয়ে সানি দেওলের এই গোপন অভ্যাসের কথা ফাঁস করেন অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর।
মুম্বই: প্রত্যেক মানুষেরই কোনও না কোনও সখ থাকে। কেউ গান শোনেন, কেউ বই পড়েন, কেউ ঘর সাজান, কেউ রান্না করেন। কিন্তু টেডি বেয়ার সংগ্রহ করে রাখাও যে অভ্যাস হতে পারে তা হয়তো খুব একটা শোনা যায় না। বাচ্চারা ভালবাসলেও, বলিউডের ‘ঢাই কিলো কা হাত’-এর মালিক সানি দেওল যে এই কাণ্ড করবেন তা ভাবলেই কেমন অবাক লাগে। কিন্তু এই ঘটনা একেবারে সত্যি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের দ্বিতীয় পর্বে ভাই ববি দেওলের সঙ্গে এসেছিলেন সানি। সেখানেই ভিডিও দেখিয়ে সানির এই গোপন অভ্যাসের কথা ফাঁস করেন অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর। করণ জানান, বাড়িতে নাকি আস্ত একটা টেডি বেয়ারের কালেকশন আছে তাঁর। এমন অভ্যাসের কারণ কী? করণের প্রশ্নের উত্তরে সানি জানান, টেডি বেয়ার তাঁর ভীষণ মিষ্টি লাগে। তাই যেখানেই যান সানি, সেখান থেকেই টেডি বেয়ার কিনে আনেন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: জয়েন্টের ব্যথা? পা ফুলে ঢোল? কাবু না হয়ে অপরিহার্য এই শুকনো ফল খান, হাতেনাতে উপকার!
সানির এই অভ্যেসের কথা মেনে নিয়েছেন ববি দেওল ও সানির ছেলেও। ভিডিওতে সানির ছেলেই বলেছে সেই কথা। সানি জানান, বাড়িতে টেডি বেয়ার নিয়ে বসে থাকতেও ভালবাসেন তিনি। তাঁর বাড়িতে নাকি সব আকারের টেডি বেয়ার রয়েছে। শুধু বাড়িতেই নয়, সানির গাড়িতেও নাকি একটি টেডি বেয়ার রাখা থাকে সব সময়।
advertisement
আরও পড়ুন: পাহাড়ের কোলে চিরঘুমে ৮ মাসের মেয়ে, সারেগামাপা জিতেই সমাধি ফুল-মালায় সাজালেন অ্য়ালবার্ট কাবো
এমনকি, টেডি বেয়ারের প্রতি সানির আসক্তি এমনই যে, তিনি পকেটেও নাকি একটি ছোট টেডি বেয়ার নিয়ে ঘোরেন। বড় পর্দায় সানিকে দর্শক চেনেন অ্যাকশন হিরো হিসাবে। তাঁর অধিকাংশ ছবিই অ্যাকশনধর্মী। কখনও তাঁর হাত দিয়ে শত্রু দমন করছেন, কখনও আবার হ্যান্ডপাম্প উপড়ে ঠান্ডা করেছেন শত্রুপক্ষকে। সেই সানির এহেন অভ্যাসে সত্যিই হতবাক সকলে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 9:56 PM IST