Albert Kabo: পাহাড়ের কোলে চিরঘুমে ৮ মাসের মেয়ে, সারেগামাপা জিতেই সমাধি ফুল-মালায় সাজালেন অ্য়ালবার্ট কাবো

Last Updated:

Albert Kabo: কিছু মাস আগেই একরত্তি মেয়েকে হারিয়েছেন অ্যালবার্ট কাবো। ছোট্ট এভেলিনকে হারানোর পর স্ত্রী পূজার জোরাজুরিতে তিনি জি টিভি সারেগামাপাতে নাম দেন।

অ্যালবার্ট কাবো ও তাঁর পরিবার
অ্যালবার্ট কাবো ও তাঁর পরিবার
কালিম্পং: জি বাংলা সারেগামাপা-র মঞ্চে ফাইনালে পৌঁছেছিলেন কালিম্পঙের অ্যালবার্ট কাবো লেপচা। গান না শিখেও, গান গেয়ে সঙ্গীতের মঞ্চে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি। প্রতিযোগিতায় জয়ী হতে না পারলেও ভিউয়ার্স চয়েসের নিরিখে প্রথম হয়েছিলেন। এরপর ফের জীবনের এক গভীর ক্ষতর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কাবো।
কিছু মাস আগেই একরত্তি মেয়েকে হারিয়েছেন অ্যালবার্ট কাবো। ছোট্ট এভেলিনকে হারানোর পর স্ত্রী পূজার জোরাজুরিতে তিনি জি টিভি সারেগামাপাতে নাম দেন। সেখানে গিয়েই একটু একটু করে ঘুরে দাঁড়ান। লড়াই করেন নিজের এই ভয়ঙ্কর ক্ষতর সঙ্গে। একই সঙ্গে সেখানে গিয়ে গান গেয়ে সবার মন জিতে নেন বাংলার এই পাহাড়ি ছেলে কাবো। শুধুই কি তাই, তিনি এবারের জি টিভি সারেগামাপায়ের বিজয়ীও হয়েছেন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: শুধু বাগান সাজানো নয়, খুশকি তাড়াতে গাঁদা ফুলের এই গুণ অব্যর্থ! জানলে জীবন বদলে যাবে
আর কালিম্পংয়ের শীতল পাহাড়ের বাড়িতে ফিরেই কাবো গেলেন মেয়ের সমাধিতে। নিজে হাতে মেয়ের সমাধি সাজিয়ে দিলেন ফুলে-মালায়। ফুল দিলেন দিদি, ঠাকুমার কবরেও। আট মাসের দুধের শিশুকে হারিয়েছেন কাবো ও তাঁর স্ত্রী। ২৬ অগাস্ট থেকে শুরু হয়েছিল হিন্দি সারেগামাপা। কাবো এবার সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নিজের গানের জাদুতে বিচারক নীতি মোহন, হিমেশ রেশমিয়া ও অনু মালিকের মন জয় করে একেবারে চ্যাম্পিয়ন কাবো।
advertisement
২৬ নভেম্বর সম্প্রচারিত হয়েছে জি টিভি সারেগামাপার ফিনালে। সেখানেই চারজনকে হারিয়ে সেরার সেরা খেতাব জয় করেছেন অ্যালবার্ট কাবো লেপচা। এরপর তিনি ২৭ নভেম্বর ফিরে আসে তাঁর বাড়িতে। বাগডোগরা বিমানবন্দরে নামতেই উত্তরীয়, টুপি পরিয়ে তাঁকে সাদরে বরণ করা হয়। গাওয়া হয় গান, দেওয়া হয় স্লোগান। এরপরই প্রিয়জনদের কাছে এলেন কাবো।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Albert Kabo: পাহাড়ের কোলে চিরঘুমে ৮ মাসের মেয়ে, সারেগামাপা জিতেই সমাধি ফুল-মালায় সাজালেন অ্য়ালবার্ট কাবো
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement