Sumona Chakravarti: অন্তর্বাসের কালো ফিতে বেরিয়ে, উন্মুক্ত বক্ষবিভাজিকা, কাজল-কালো নেশাতুর চোখ! এ কোন সুমনা? ভাইরাল ছবি

Last Updated:

Sumona Chakravarti: কিছুদিন আগে কপিল শর্মার এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন সুমনা চক্রবর্তী।

কলকাতা: সুমনা চক্রবর্তী। বাঙালি নায়িকা টেলিভিশনের চেনা মুখ। গত প্রায় সাত বছর ধরে কৌতুকশিল্পী কপিল শর্মার সঙ্গে কাজ করছেন সুমনা। কপিলের কমেডি অনুষ্ঠানের মাধ্যমেই দর্শকের নজরে আসেন তিনি। অনুষ্ঠানে কপিলের চরিত্রের স্ত্রীর ভূমিকায় দেখা যেত সুমনাকে।
হাসি ঠাট্টার অনুষ্ঠানে একাধিকবার তাঁর ঠোঁটের আকৃতি নিয়ে মশকরা করা হয়। কিছুদিন আগে কপিল শর্মার এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন সুমনা। সেখানে জানিয়েছিলেন, কপিলের সর্মসমক্ষে তাঁর ঠোঁট নিয়ে করা মন্তব্য কষ্টই দেয়। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন সুমনা।
advertisement
advertisement
আরও পড়ুন: শুধু বাগান সাজানো নয়, খুশকি তাড়াতে গাঁদা ফুলের এই গুণ অব্যর্থ! জানলে জীবন বদলে যাবে
সেখানে নিজের বেশ কিছু হট অবতারের ছবি শেয়ার করে ইঙ্গিতবাহী ক্যাপশন লিখেছেন সুমনা। যেন কপিলের শো-এর এই ঠাট্টা-মশকরারই যোগ্য জবাব দিয়েছেন নায়িকা। লিখেছেন, ‘হ্যালো ডিসেম্বর। চরিত্র নিয়ে ভেবো, খ্যাতি নিয়ে নয়। তোমার চরিত্রটাই তুমি, খ্যাতি হল লোকে তোমাকে যা মনে করে।’ এরই সঙ্গে ছবি তুলে দেওয়া বন্ধুকে ধন্যবাদ দিয়েছেন সুমনা।
advertisement
ছবির ক্যাপশনের শেষদিকে সুমনা লিখেছেন, ‘বহুদিন পর ক্যামেরার সামনে পোজ দিলাম। সকাল সাড়ে ৫টায় উঠেছি, হালকা চোখের মেকআপ করেছি ও ব্লাশ, নিজের ওয়ার্ডড্রোব থেকে পোশাক পরেছি, আর এই হল আমি। সুমনা 2.0 ২০২৪-এর জন্য তৈরি।’
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sumona Chakravarti: অন্তর্বাসের কালো ফিতে বেরিয়ে, উন্মুক্ত বক্ষবিভাজিকা, কাজল-কালো নেশাতুর চোখ! এ কোন সুমনা? ভাইরাল ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement