তাই এখনই সময়, হাতে সময় মাত্র কয়েকটা দিন। গরুমারা, জলদাপাড়া, বক্সা, চাপরামারি—সব জঙ্গলেই শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের জঙ্গল সাফারির তোড়জোড়। অন্যদিকে, শিলিগুড়ি থেকে যাঁরা সিকিমের পথে বেরিয়েছেন, আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকেই ঘুরে যাচ্ছেন ডুয়ার্সের পথে। সিকিমে ধস আর বর্ষণে বিপর্যস্ত অবস্থা, তার মধ্যেই শান্ত, সবুজ আর বন্যজীবনে ভরা ডুয়ার্স যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই জঙ্গলে পর্যটকদের ভিড় হচ্ছে প্রচুর।
advertisement
সাপের গ্রাম! দেশে এমনটি আর কোথাও নেই…মানুষের পাশে কিলবিল করছে ‘প্রতিবেশী’ সাপ! কোথায় জানেন?
জঙ্গল ভ্রমণের টিকিটের দামেরও খুব একটা হেরফের হয়নি। লাটাগুড়ি থেকে যাত্রাপ্রসাদ মাত্র ১৩৩০ টাকা, লাটাগুড়ি থেকে চুকচুকি ৯৬০টাকা, লাটাগুড়ি থেকে মেদলা: ১৩৩০ টাকা, চন্দ্রচুর ভ্রমণ হবে মাত্র ১৩৭০ টাকায়, চাপরামারি ১৫৩০ টাকা। জিপ সাফারিতে চোখে পড়তে পারে হাতি, গৌর, হরিণ, বুনো শুয়োর কিংবা ভাগ্য সহায় থাকলে দর্শন হতে পারে চিতা ।
গাইডের বর্ণনায় প্রাণ পায় প্রতিটি ঝোপঝাড়, প্রতিটি পশুর পদচিহ্ন। ডুয়ার্সের জঙ্গলের সেই ময়ূরের ডাক, ধোঁয়ামেঘে ঢাকা ঘন সবুজ, আর রোমাঞ্চের ছোঁয়া—সব মিলিয়ে ছুটির আগে একবার না ঘুরে এলে আফসোস থেকেই যাবে। তাই আর দেরি নয়—জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, লাটাগুড়ি হয়ে আজই পৌঁছে যান প্রকৃতির কোলে। সবুজের এই স্বর্গদ্বার কিছুদিনের জন্য হলেও হাতছানি দিচ্ছে আপনাকেই!
সুরজিৎ দে