রেলের AC ওয়েটিং রুমে বসে 'ম্যাডাম', হাত থেকে পার্স পড়ে যেতে যেই ঝুঁকলেন...! যাত্রীদের চোখ গেল সেই জায়গায়! উন্মোচিত গোপন রহস্য!

Last Updated:
Indian Railways: রেল স্টেশনের এসি ওয়েটিং হলে এ কী করলেন ম্যাডাম? হ্যান্ডব্যাগ পড়তেই ঝুঁকলেন, যাত্রীরা তাকালেন এমন এক জায়গায়… উন্মোচিত হল গোপন রহস্য!
1/8
রেলস্টেশনের এসি ওয়েটিং হলে আচমকা এক মহিলা যাত্রী শুরু করেন অদ্ভুত ‘দৃশ্য’। আশেপাশে বসে থাকা যাত্রীদের সামনে হঠাৎই তিনি নাচের ভঙ্গিতে চলাফেরা করতে থাকেন। ঠিক তখনই তাঁর হাত থেকে পড়ে যায় পার্স বা হ্যান্ডব্যাগ।
রেলস্টেশনের এসি ওয়েটিং হলে আচমকা এক মহিলা যাত্রী শুরু করেন অদ্ভুত ‘দৃশ্য’। আশেপাশে বসে থাকা যাত্রীদের সামনে হঠাৎই তিনি নাচের ভঙ্গিতে চলাফেরা করতে থাকেন। ঠিক তখনই তাঁর হাত থেকে পড়ে যায় পার্স বা হ্যান্ডব্যাগ। (Representative Image: AI Generated) 
advertisement
2/8
তিনি হঠাৎই নীচু হয়ে সেটি তুলতে যান। আর তখনই আশেপাশের যাত্রীদের চোখ গিয়ে পড়ে এমন এক জায়গায়, যেখান থেকে খুলে যায় সেই ‘ম্যাডাম’-এর আসল চরিত্রের গোপন রহস্য।
তিনি হঠাৎই নীচু হয়ে সেটি তুলতে যান। আর তখনই আশেপাশের যাত্রীদের চোখ গিয়ে পড়ে এমন এক জায়গায়, যেখান থেকে খুলে যায় সেই ‘ম্যাডাম’-এর আসল চরিত্রের গোপন রহস্য। (Representative Image: AI Generated) 
advertisement
3/8
যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশন ও ট্রেনে অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সেদিন রেলপুলিশ (জিআরপি) ও আরপিএফের যৌথ টহল চলছিল। গোপন সূত্রে খবর আসে—স্টেশনের মহিলা এসি ওয়েটিং হলে এক সন্দেহজনক মহিলা রয়েছেন। নাম সঞ্জনা, স্বামী ভীম, বাড়ি কানপুর। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে।
যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশন ও ট্রেনে অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সেদিন রেলপুলিশ (জিআরপি) ও আরপিএফের যৌথ টহল চলছিল। গোপন সূত্রে খবর আসে—স্টেশনের মহিলা এসি ওয়েটিং হলে এক সন্দেহজনক মহিলা রয়েছেন। নাম সঞ্জনা, স্বামী ভীম, বাড়ি কানপুর। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। (Representative Image: AI Generated) 
advertisement
4/8
তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি বাদামী রঙের মহিলা পার্স, একটি মোবাইল ফোন, এবং দুটি দামি স্মার্ট ঘড়ি। পরে তাঁকে গ্রেফতার করে উন্নাও জেলে পাঠানো হয়।
তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি বাদামী রঙের মহিলা পার্স, একটি মোবাইল ফোন, এবং দুটি দামি স্মার্ট ঘড়ি। পরে তাঁকে গ্রেফতার করে উন্নাও জেলে পাঠানো হয়। (Representative Image: AI Generated) 
advertisement
5/8
পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে—সেই মহিলা ওয়েটিং হলে বসে আশেপাশে থাকা যাত্রীদের মনোরঞ্জনের মতো আচরণ করছিলেন। আচমকা তিনি পার্স ফেলে দেন এবং সেটি তুলতে নিচু হন। ঠিক তখনই যাত্রীদের চোখে পড়ে—তাঁর পার্স থেকে গড়িয়ে পড়ে দুটি স্মার্ট ওয়াচ। আর এখানেই বাড়ে সন্দেহ।
পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে—সেই মহিলা ওয়েটিং হলে বসে আশেপাশে থাকা যাত্রীদের মনোরঞ্জনের মতো আচরণ করছিলেন। আচমকা তিনি পার্স ফেলে দেন এবং সেটি তুলতে নিচু হন। ঠিক তখনই যাত্রীদের চোখে পড়ে—তাঁর পার্স থেকে গড়িয়ে পড়ে দুটি স্মার্ট ওয়াচ। আর এখানেই বাড়ে সন্দেহ। (Representative Image: AI Generated) 
advertisement
6/8
প্রথমত, মহিলা নিজে ঘড়ি পরেননি, অথচ দুটি দামি স্মার্ট ওয়াচ পার্সে কেন? দ্বিতীয়ত, তাঁর পরনের পোশাকের সঙ্গে সেই ঘড়ির ম্যাচিং কিছুই ছিল না। ফলে যাত্রীরা বুঝতে পারেন, বিষয়টি অস্বাভাবিক।
প্রথমত, মহিলা নিজে ঘড়ি পরেননি, অথচ দুটি দামি স্মার্ট ওয়াচ পার্সে কেন? দ্বিতীয়ত, তাঁর পরনের পোশাকের সঙ্গে সেই ঘড়ির ম্যাচিং কিছুই ছিল না। ফলে যাত্রীরা বুঝতে পারেন, বিষয়টি অস্বাভাবিক। (Representative Image: AI Generated) 
advertisement
7/8
তার উপর, সেই মহিলা নাকি পাশেই বসে থাকা আরেকজন যাত্রীর পার্সে হাত দেওয়ার চেষ্টা করেন। তখনই যাত্রীরা চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে জিআরপি ও আরপিএফের টহলদারি দল ছুটে আসে, তাঁকে আটক করে এবং তদন্তে বেরিয়ে আসে পুরো ঘটনা।
তার উপর, সেই মহিলা নাকি পাশেই বসে থাকা আরেকজন যাত্রীর পার্সে হাত দেওয়ার চেষ্টা করেন। তখনই যাত্রীরা চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে জিআরপি ও আরপিএফের টহলদারি দল ছুটে আসে, তাঁকে আটক করে এবং তদন্তে বেরিয়ে আসে পুরো ঘটনা। (Representative Image: AI Generated) 
advertisement
8/8
ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও স্টেশনের। রেলপুলিশ জানিয়েছে—এভাবে ওয়েটিং হল বা ট্রেনে চুরি করতে মহিলারাই কখনও কখনও অভিনব কৌশল নেয়। তবে যাত্রীদের সতর্কতায় ও পুলিশের তৎপরতায় এবার ধরা পড়ে যান সঞ্জনা।
ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও স্টেশনের। রেলপুলিশ জানিয়েছে—এভাবে ওয়েটিং হল বা ট্রেনে চুরি করতে মহিলারাই কখনও কখনও অভিনব কৌশল নেয়। তবে যাত্রীদের সতর্কতায় ও পুলিশের তৎপরতায় এবার ধরা পড়ে যান সঞ্জনা। (Representative Image: AI Generated) 
advertisement
advertisement
advertisement