২১ বছরে এতটা বদলে যাবে 'কোই মিল গয়া'র বিট্টু? ছবি দেখে চোখ কপালে উঠেছে সবার! কী করছেন তিনি এখন?

Last Updated:
‘কোই মিল গয়া’ ছবির মুক্তির পর কেটে গিয়েছে ২১ বছর। আর এই দুই দশকের বেশি সময়ের মধ্যে ছোট বিট্টু সর্দার অনেকটাই বড় হয়ে উঠেছে। তাঁর সাম্প্রতিক ছবি দেখে সবাই হতবাক! কেউ কেউ বলেই ফেলেছেন, 'অসম্ভব!'
1/9
‘কোই মিল গয়া’ ছবির মুক্তির পর কেটে গিয়েছে ২১ বছর। আর এই দুই দশকের বেশি সময়ের মধ্যে ‘ছোট বিট্টু সর্দার’ অনেকটাই বড় হয়ে উঠেছে। তাঁর সাম্প্রতিক ছবি দেখে নেটিজেনরা হতবাক— কেউ কেউ বলেই ফেলেছেন, "অসম্ভব!"
‘কোই মিল গয়া’ ছবির মুক্তির পর কেটে গিয়েছে ২১ বছর। আর এই দুই দশকের বেশি সময়ের মধ্যে ‘ছোট বিট্টু সর্দার’ অনেকটাই বড় হয়ে উঠেছে। তাঁর সাম্প্রতিক ছবি দেখে নেটিজেনরা হতবাক— কেউ কেউ বলেই ফেলেছেন, "অসম্ভব!"
advertisement
2/9
হৃতিক রোশন অভিনীত সুপারহিট ছবি ‘কোই মিল গয়া’ নিশ্চয় মনে আছে? সেই ছবিতেই হৃতিক রোশন একজন বুদ্ধিহীন শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন, সঙ্গে ছিলেন প্রীতি জিন্টা। আর ছবির মূল আকর্ষণ ছিল ভিনগ্রহের প্রাণী ‘জাদু’।
হৃতিক রোশন অভিনীত সুপারহিট ছবি ‘কোই মিল গয়া’ নিশ্চয় মনে আছে? সেই ছবিতেই হৃতিক রোশন একজন বুদ্ধিহীন শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন, সঙ্গে ছিলেন প্রীতি জিন্টা। আর ছবির মূল আকর্ষণ ছিল ভিনগ্রহের প্রাণী ‘জাদু’।
advertisement
3/9
ছবিতে হৃতিকের বন্ধু হিসেবে এক শিশুকে দেখা গিয়েছিল। সেই দলেই ছিল এক ছোট, পাগলাটে ও মিষ্টি মুখ— বিট্টু সর্দার। এখন আর সেই ‘ছোট’ বিট্টু নেই।
'Koi Mil Gaya' ছবিতে হৃতিকের বন্ধু হিসেবে এক শিশুকে দেখা গিয়েছিল। সেই দলেই ছিল এক ছোট, পাগলাটে ও মিষ্টি মুখ— বিট্টু সর্দার। এখন আর সেই ‘ছোট’ বিট্টু নেই।
advertisement
4/9
বর্তমানে তাঁর নাম শুনলে হয়তো অনেকেই চিনবেন না, কিন্তু ছবি দেখলে অবাক না হয়ে পারা যাবে না।কে এই বিট্টু সর্দার? ছবিতে বিট্টু সর্দার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তাঁর আসল নাম অনুজ পণ্ডিত শর্মা (Anuj Pandit Sharma)।
বর্তমানে তাঁর নাম শুনলে হয়তো অনেকেই চিনবেন না, কিন্তু ছবি দেখলে অবাক না হয়ে পারা যাবে না। কে এই বিট্টু সর্দার? ছবিতে বিট্টু সর্দার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তাঁর আসল নাম অনুজ পণ্ডিত শর্মা (Anuj Pandit Sharma)।
advertisement
5/9
"আইলা!"— এই সংলাপটা মনে আছে তো? হ্যাঁ, এই সংলাপটাই তিনি বারবার বলতেন ছবিতে। এখন সেই নিরীহ, মিষ্টি মুখখানা রীতিমতো হ্যান্ডসাম, দাড়ি-মোচে ভরপুর রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিচ্ছেন অনুজ। তাঁর ফিটনেস ও চেহারাও বলে দিচ্ছে যে শরীরচর্চা নিয়ে তিনি বেশ সিরিয়াস।
"আইলা!"— এই সংলাপটা মনে আছে তো? হ্যাঁ, এই সংলাপটাই তিনি বারবার বলতেন ছবিতে। এখন সেই নিরীহ, মিষ্টি মুখখানা রীতিমতো হ্যান্ডসাম, দাড়ি-মোচে ভরপুর রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিচ্ছেন অনুজ। তাঁর ফিটনেস ও চেহারাও বলে দিচ্ছে যে শরীরচর্চা নিয়ে তিনি বেশ সিরিয়াস।
advertisement
6/9
বর্তমানে ঠিক কেমন দেখতে? অনুজের সাম্প্রতিক ছবিতে তাঁকে কখনও দেখা যায় লম্বা চুলে, কখনও আবার কঠোর দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে। ইনস্টাগ্রামে নিয়মিত নিজের স্টাইলিশ লুক শেয়ার করেন তিনি।
বর্তমানে ঠিক কেমন দেখতে? অনুজের সাম্প্রতিক ছবিতে তাঁকে কখনও দেখা যায় লম্বা চুলে, কখনও আবার কঠোর দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে। ইনস্টাগ্রামে নিয়মিত নিজের স্টাইলিশ লুক শেয়ার করেন তিনি।
advertisement
7/9
তাঁর এই রূপান্তরে হতবাক অনেক অনুরাগীই— কেউ বলছেন, “এই বিট্টুই কি সেই বিট্টু?”শুধু সিনেমা নয়, টিভিতেও দাপট! অনুজ পণ্ডিত শুধু ‘কোই মিল গয়া’ নয়, আরও কিছু সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করেছেন।
তাঁর এই রূপান্তরে হতবাক অনেক অনুরাগীই— কেউ বলছেন, “এই বিট্টুই কি সেই বিট্টু?” শুধু সিনেমা নয়, টিভিতেও দাপট! অনুজ পণ্ডিত শুধু ‘কোই মিল গয়া’ নয়, আরও কিছু সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করেছেন।
advertisement
8/9
‘টোটাল সিয়াপা’, ‘ডরনা মানা হ্যায়’, ‘সালাম ইন্ডিয়া’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া Disney+ Hotstar-এর ওয়েব সিরিজ ‘বামিনী অ্যান্ড বয়েজ’-এও ছিলেন তিনি।
‘টোটাল সিয়াপা’, ‘ডরনা মানা হ্যায়’, ‘সালাম ইন্ডিয়া’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া Disney+ Hotstar-এর ওয়েব সিরিজ ‘বামিনী অ্যান্ড বয়েজ’-এও ছিলেন তিনি।
advertisement
9/9
টেলিভিশন দুনিয়াতেও তাঁকে দেখা গিয়েছে ‘হুকুম মেরে আকা’, ‘হিরো–ভক্তি হি শক্তি হ্যায়’, ‘পরবর্তি সিজ়ন ২’, ‘ক্রাইম পেট্রোল’-এর কিছু এপিসোড এবং ‘চিলড্রেনস কোর্ট’-এর মতো শো-তে।
টেলিভিশন দুনিয়াতেও তাঁকে দেখা গিয়েছে ‘হুকুম মেরে আকা’, ‘হিরো–ভক্তি হি শক্তি হ্যায়’, ‘পরবর্তি সিজ়ন ২’, ‘ক্রাইম পেট্রোল’-এর কিছু এপিসোড এবং ‘চিলড্রেনস কোর্ট’-এর মতো শো-তে।
advertisement
advertisement
advertisement