জলপাইগুড়ি টেরিটোরিয়াল রেঞ্জের ডিএফও বিকাশ ভি জানিয়েছেন, জাপানি সংস্থা জাইকা (JICA) ডুয়ার্সের চালসা এবং চাপরামারি জঙ্গলে নতুন করে গাছ লাগানোর প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্প অনুযায়ী, ২০২৫-২৬ সালের মধ্যে ২৫টি সেক্টরে প্রায় ৩০ হেক্টর এলাকায় লাগানো হবে শাল, সেগুন সহ নানা প্রজাতির গাছ। পরবর্তী টার্গেট রয়েছে ২০২৭-২০২৮ সালে ৫৫ হেক্টর এলাকায় প্ল্যান্টেশন করা। এই সব গাছ স্থানীয় জলবায়ুর সঙ্গে মানানসই। তাই জঙ্গল হবে আরও ঘন, আরও প্রাণবন্ত। এতে যেমন সবুজে ঢেকে যাবে পাহাড়ি জনপদ, তেমনি আশ্রয় পাবে বন্যপ্রাণেরাও।
advertisement
আরও পড়ুন: শিলাবৃষ্টিতে ফুটেছে স্কুলের চাল! বৃষ্টি হলেই জলে থৈ থৈ ক্লাসরুম! যা-তা অবস্থা স্কুলের
উত্তরবঙ্গের মানুষ ইতিমধ্যেই টের পাচ্ছেন জলবায়ুর পরিবর্তন। ফেব্রুয়ারি-মার্চেই পড়ছে গ্রীষ্মের রোদের ছাপ। শুষ্ক আবহাওয়া ও দাবানলে বিপন্ন হচ্ছিল ডুয়ার্সের প্রাকৃতিক ভারসাম্য। ঠিক সেই মুহূর্তে জাইকা-র এই প্রকল্প পরিবেশপ্রেমী ও বন দফতরের কাছে বড় আশার জায়গা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিকাশ ভি বলছেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারব এক প্রাণবন্ত, সবুজ উত্তরবঙ্গ।” সবুজের টানে, প্রাণ বাঁচাতে এমন উদ্যোগ সত্যিই অনন্য। আন্তর্জাতিক সহযোগিতায় ডুয়ার্সের জঙ্গল আবারও ফিরে পেতে চলেছে তার হারানো প্রাণশক্তি।
সুরজিৎ দে





